Sunday, February 16, 2025
Homeউত্তরবঙ্গClose Tea Garden | বন্ধ ত্রিহানায় ভোজের আয়োজন তৃণমূলের, দাবি উঠল কমিউনিটি...

Close Tea Garden | বন্ধ ত্রিহানায় ভোজের আয়োজন তৃণমূলের, দাবি উঠল কমিউনিটি কিচেনের     

বাগডোগরাঃ (Close Tea Garden) গত ১০ নভেম্বর থেকে বন্ধ তরাইয়ের ত্রিহানা চা বাগান (Trihana Tea Garden)। শ্রমিক অসন্তোষের কথা বলে শ্রমিকদের পাওনাগন্ডা না মিটিয়েই লক আউটের নোটিশ ঝুলিয়ে পালিয়ে গিয়েছে বাগান কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন বন্ধ এই ত্রিহানা চা বাগানের সাড়ে পাঁচশোটি পরিবার। এই পরিস্থিতিতে এই বাগানের শ্রমিকদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে রবিবার বাগানে মহাভোজের আয়োজন করেছিল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি বাগান শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বাগানে ভিড় জমিয়েছিলেন তৃণমূলের প্রচুর কর্মী সমর্থক।

জানা গিয়েছে, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস আয়োজিত বন্ধ ত্রিহানা চা বাগানের শ্রমিকদের জন্য ভোজের মেনুতে ছিল ভাত, ডাল, সবজি মুরগির মাংস। এদিনের ভোজের আসরে পেটপুরে খান বাগানের প্রায় আড়াই হাজার শ্রমিক ও পরিবারের লোকেরা। এদিন খাবারের টেবিলে দেখা গিয়েছে আরও কয়েক’শ তৃণমূল কর্মীকে। স্বাস্থ্য শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এদিনের অনুষ্ঠান ঘিরে ত্রিহানা বাগান কার্যত মেলার রূপ নেয়।

এই অনুষ্ঠান প্রসঙ্গে তৃণমূলের দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, ‘বাগানটিকে অতিসত্ত্বর খোলার বিষয়ে গুরুত্ব সহকারে দেখছে মুখ্যমন্ত্রী। তিনি নিজেও চেষ্টা করছেন বাগান স্বভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে।

এদিকে বাগানের অনেকেই দাবি তুলেছেন কমিউনিটি কিচেনের। তাঁদের কথায়, এই বন্ধ চা বাগানে একদিন ভোজ না খাইয়ে কমিউনিটি কিচেন করে যদি বাগান শ্রমিকদের মুখে প্রতিদিনই অন্ন তুলে দেওয়া যায়, তাহলে উপকৃত হয় বাগানের দুঃস্থ শ্রমিক ও পরিবারের লোকেরা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular