উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জলপাইগুড়ির (Jalpaiguri) ঝড় নিয়ে কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তা নিয়ে তাঁকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবার জলপাইগুড়ির এবিপিসি মাঠে সভায় মমতা বলেন, ‘এই তো মোদি এসেছিলেন! কিন্তু একটি কথাও বলেননি জলপাইগুড়ির ঝড় নিয়ে। কী করে বলবেন। সময় ছিল না। এখানকার মানুষকে তিনি ভুলে গিয়েছেন।’
জলপাইগুড়ির ঝড়ে আক্রান্তদের টাকা দিয়ে সাহায্য করতে না পারায় আফশোস করলেন মমতা। বললেন, ‘ঝড়ের টাকা দিতে পারছি না কমিশন অনুমতি দিচ্ছে না বলে। টাকা রেডি আছে। কমিশন বললেই দিয়ে দেব। কিন্তু বিজেপি তা করতে দেবে না।’
মোদির গ্যারান্টি প্রসঙ্গে মমতার বক্তব্য, ‘মোদি তো গ্যারান্টির কথা বলেন। জলপাইগুড়িতে যারা ঘর হারিয়েছে, তাদের জন্য গ্যারান্টি কোথায়। ঝড়ের সময় তোমরা আসবে না, আর গ্যারান্টির দাবি করবে। মনে রাখবেন গ্যারান্টি যদি কারও কাজ করে, তবে সেটা আমাদের গ্যারান্টি। জলপাইগুড়িতে প্রচুর উন্নয়নের কাজ আমরা করেছি। বিজেপির গ্যারান্টি জিরো। সব কাজ আমরা করি, ওরা শুধু এসে ভাষণ দেন।’