Saturday, September 23, 2023
HomeBreaking Newsএটা ইন্ডিয়া’র বড় জয়, ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফলের পর বললেন মমতা

এটা ইন্ডিয়া’র বড় জয়, ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফলের পর বললেন মমতা

কলকাতা: কড়া টক্কর দিয়েও ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল শেষে জয়ের ধ্বজা ওড়াল তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়। দিল্লি যাওয়ার আগে নির্বাচনে জয়ের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ধূপগুড়ির জয় ইন্ডিয়া জোটের। ধূপগুড়িতে ঐতিহাসিক জয় হয়েছে তৃণমূলের। উত্তরবঙ্গে বড় জয়।বাংলার মাটি, বাংলার জলের জয়। ’ পাশাপাশি তিনি বলেন, ‘এটা ইন্ডিয়ার বড় জয়। এইভাবে মানুষ আস্তে আস্তে সিদ্ধান্ত নিক, আমি এটাই চাই। যেখানে যেখানে ইন্ডিয়া জিতবে, সবাইকে অভিনন্দন জানাব’।

এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, ‘বিধানসভার গুরুত্বপূর্ণ উপনির্বাচনে ধূপগুড়ির মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছেন এবং আমাদের সমর্থনে তাঁদের জনাদেশ দিয়েছেন-সেজন্য আমি তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে আছেন এবং মা-মাটি-মানুষের সরকার যেভাবে উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং ক্ষমতায়নের সমন্বয় ঘটাচ্ছেন তাতে বিশ্বাস করেন। বাংলা তার মত জানালো এবং শীঘ্রই গোটা দেশও তার পছন্দ জানিয়ে দেবে। জয় বাংলা!’

এদিকে, জাতীয় স্তরে বিরোধী জোট ইন্ডিয়া তৈরি হওয়ার পর গত ৫ সেপ্টেম্বর গোটা দেশে ৭টি বিধানসভা আসনের উপনির্বাচন হয়েছিল। যে সাত আসনে উপনির্বাচন হয়েছে সেগুলি হল পশ্চিমবঙ্গের ধূপগুড়ি, ত্রিপুরার বক্সানগর ও ধনপুর, ঝাড়খণ্ডের ডুমরি, উত্তরাখণ্ডের বাগেশ্বর, উত্তরপ্রদেশের ঘোসি এবং কেরলের পুথুপল্লি। এদিন ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি ধূপগুড়ির মানুষকে অভিনন্দন জানাচ্ছি। চা বাগান থেকে রাজবংশী সবাই যেভাবে তৃণমূলকে সমর্থন করেছেন তা অতুলনীয়। বিজেপির একটা শক্ত ঘাঁটি ছিল। বিজেপির মন্ত্রীরা সব ওখানে পড়েছিলেন। তারপরও উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে জিতিয়েছে।’ মমতার কথায়, ‘সারা ভারতে নির্বাচন হয়েছে। উত্তরপ্রদেশের মতো জায়গাতে বিজেপি হেরেছে। ঝাড়খণ্ডে জেএমএম জিতছে। এটা ইন্ডিয়া জোটের বড় জয়।’ যে তিন আসনে বিজেপি জিতেছে তার মধ্যে দুটি ত্রিপুরার। মমতা বলেন, ‘ওখানে ভোটই হয়নি। লুঠ হয়েছে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments