মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

Comatosed Woman | মায়ের জোকসে মিরাকল! ৫ বছর পর কোমা থেকে জেগে উঠল মেয়ে

Date:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মায়ের জোকসে মিরাকল! ৫ বছর পর কোমা থেকে জেগে উঠল মেয়ে। জানা গিয়েছে, ২০১৭ সালে একটি গাড়ি দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছিলেন জেনিফার ফ্লিওয়েলেন নামে এক মার্কিন মহিলা। তার পরই কোমায় চলে যান। এতদিন ধরে মেয়ের নিস্পন্দ শরীরটাকে আগলে রাখতেন মা পেগি মিন্স। রোজ আসতেন হাসপাতালে, মেয়ের সঙ্গে কথা বলতেন, হাসি-মজার নানা গল্প বলতেন, জোকসও শোনাতেন। হঠাৎ একদিন মায়ের জোকস শুনেই কাঁপুনি দিয়ে জেগে উঠলেন মেয়ে। মুখময় একগাল হাসি। চিকিৎসকরা যা পারলেন না, তা করে দেখিয়ে দিলেন একজন মা। যা দেখে রীতিমত স্তম্ভিত চিকিৎসকরা।

পেগি মিন্স জানিয়েছেন, ২০২২ সালের ২৫ আগস্টের সেই অবিস্মরণীয় দিনটির কথা। ওইদিনই কোমা-মুক্ত হন জেনিফার। তবে ঘটনাটি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। যখন ও জেগে উঠল, আমি প্রথমে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ ও হাসছিল। এতদিন ধরে ওকে হাসপাতালে দেখছি। কখনও আগে এরকম হাসতে দেখিনি। ওর শরীরে কাঁপুনি দিচ্ছিল। কথা বলতে পারছিল না, তবে মাথা নাড়ছিল। তবে এটা সত্যি, ওকে জেগে উঠতে দেখে বুঝেছি, আমার স্বপ্ন সত্যি হল। সেদিন নিজেকে বললাম, আমার স্বপ্ন সত্যি হল। এতদিন যে দরজা আমাদের দুজনকে আলাদা করে রেখেছিল, তা যেন হঠাৎই খুলে গেল। আবার আমরা এক হয়ে গেলাম।

তবে কোমা-মুক্ত হলেও এখনও পুরোপুরি সুস্থ হননি জেনিফার। এখনও ঠিক করে কথা বলতে পারেন না তিনি, নড়াচড়া করতেও সমস‌্যা হয়। মিচিগানের মেরি ফ্রি বেড রিহ‌্যাবিলিটেশন হাসপাতালের ডাঃ র‌্যালফ ওয়াং জানিয়েছেন, একে অলৌকিক ছাড়া আর কী-ই বা বলব? শুধু কোমা থেকে জেগে ওঠাই নয়, জেনিফার সুস্থতার দিকেও এগোচ্ছে। মাত্র ১ থেকে ২ শতাংশ রোগীর ক্ষেত্রেই এমনটা দেখা যায়।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Andhra Pradesh | ধর্ষণের জেরে গর্ভবতী কিশোরী, সন্তান প্রসবের পর মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে...

Tesla | ভারতে কর্মী নিচ্ছে টেসলা, মোদি-মাস্কের বৈঠকের পরই এদেশের বাজারে বিনিয়োগের ইঙ্গিত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতে কর্মী নিয়োগ শুরু করল...

No to dowry | থালায় সাজানো পণের টাকা ফিরিয়ে দিল বর, পণপ্রথার বিরুদ্ধে তুললেন প্রশ্নও   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৫ সালে এসেও পণের জন্য...

NH 10 | গড়করির কথায় আশার আলো, দু’লেনের হবে সিকিমের লাইফলাইন

সানি সরকার, শিলিগুড়ি: ডানপাশে সবুজ তিস্তা এবং বাঁ পাশে...