উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের কাঙ্কেরে (Kanker) মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে (Chhattisgarh Encounter) শহিদ হলেন এক পুলিশ কনস্টেবল (Police Constable Killed)। ঘটনায় এক মাওবাদী খতম (Maoist killed) হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছোটেবেঠিয়া থানার অন্তর্গত হিদুর গ্রামের কাছে একটি জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। সেই সময় দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। গুলির লড়াইয়ে শহিদ হন বাস্তার ফাইটার্সের কনস্টেবল রমেশ কুরেতি। অন্যদিকে, এক মাওবাদীও খতম হয়েছে। উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল। এলাকায় আরও মাওবাদী লুকিয়ে রয়েছে কিনা, তার জন্য তল্লাশি জারি রয়েছে।