Thursday, May 16, 2024
HomeBreaking Newsকড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু মিজোরামে, এগিয়ে শাসকদল মিজো ন্যাশনাল ফ্রন্ট  

কড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু মিজোরামে, এগিয়ে শাসকদল মিজো ন্যাশনাল ফ্রন্ট  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হিন্দি বলয়ে জয়জয়কার বিজেপির। তেলেঙ্গানা সান্ত্বনা পুরষ্কার কংগ্রেসের। লোকসভার আগে মুখে চওড়া হাসি নরেন্দ্র মোদির। রবিবারই গণনা শেষ হয়েছে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা, রাজস্থানের। সোমবার গণনা শুরু হয়েছে মিজোরাম বিধানসভা নির্বাচনে। মিজোরাম বিধানসভায় মোট আসন সংখ্যা ৪০। লোকসভায় এরাজ্যের আসন সংখ্যা মাত্র ১। ফলে মিজোরাম নিয়ে বিজেপি বা কংগ্রেসের কোনও মাথাব্যাথা নেই। তবে রাজনৈতিক মহলের মতে, মিজোরাম বিধানসভার ভোটের ফলাফল প্রভাব ফেলতে পারে উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যে।

৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। বিকেলের মধ্যেই নির্বাচনের ফল প্রকাশ হবে। গত ৭ নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন হয়। ৪০ আসনের বিধানসভা নির্বাচনে মোট ১৭৪ জন প্রার্থী লড়েছিলেন। মিজোরামে মুখ্য প্রতিদ্বন্দ্বী দলগুলি হল মিজো ন্যাশনাল ফ্রন্ট, জ়োরাম পিপলস মুভমেন্ট ও কংগ্রেস। তিনটি দলই ৪০ আসনে প্রার্থী দিয়েছিল। বিজেপি মাত্র ১৩টি আসনে প্রার্থী দিতে পেরেছিল। আম আদমি পার্টিও এবার প্রথম মিজোরামের নির্বাচনে অংশ নিয়েছিল। ৪টি আসনে লড়েছে আপ প্রার্থীরা।

এদিন সকালে আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। স্থানীয় সংগঠন এবং রাজনৈতিক দলগুলির দাবি মেনে শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে মিজোরামের ফল প্রকাশ একদিন পিছিয়ে দেওয়া হয়। মিজোরামে লড়াই মূলত মিজো ন্যাশনাল ফ্রন্ট ও জোরাম পিপলস মুভমেন্টের বিরুদ্ধে। সাড়ে আটটা পর্যন্ত গণনা শেষে মিজো ন্যাশনাল ফ্রন্ট এগিয়ে রয়েছে ৪টি আসনে, জেডপিএম এগিয়ে রয়েছে ৭টি আসনে। কংগ্রেস এগিয়ে আছে ১টি আসনে।

২০১৮ সালে মিজোরামের বিধানসভা নির্বাচনে ২৬ আসনে জয়ী হয়েছিল এমএনএফ। কংগ্রেসকে হারিয়ে এনডিএ জোটের শরিক দল সরকার গঠন করেছিল। জোরাম পিপলস মুভমেন্ট দল পেয়েছিল ৮টি আসন, কংগ্রেস পেয়েছিল মাত্র ৫টি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Fire | গভীর রাতে অগ্নিকাণ্ড শিলিগুড়িতে, ভস্মীভূত একটি দোকান

0
শিলিগুড়ি: অগ্নিকাণ্ডে ভস্মীভূত (Fire) হল একটি দোকান। ঘটনার ঘটেছে শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের হায়দার পাড়া বাজারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর...

Balurghat | আত্রেয়ীর জলের অভাবে শুকিয়ে যাচ্ছে কাশিয়া খাঁড়ি, সমস্যায় কৃষকরা

0
বালুরঘাট: আসছে না আত্রেয়ীর জল (Atreyee river)। ফলে শুকিয়ে যাচ্ছে বালুরঘাটের কাশিয়া খাঁড়ি। এদিকে খাঁড়ির জল না পেয়ে সমস্যায় এলাকার হাজার হাজার কৃষক। জলের...

রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন কবে দেখবে নবীন প্রজন্ম

0
  অনুপ দত্ত বীরভূমের উত্তর লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রিক বাগদী বোকা হতে চায়। কারণ বোকা হলে ও কাউকে ঠকাবে না! বোকা হওয়া! সে...

শিল্পকলার অপব্যবহার নিয়ে কিছু প্রশ্ন

0
  পার্থ চৌধুরী আমাদের ছেলেবেলায় শিলিগুড়িতে নামগানের রমরমা ছিল উল্লেখ করার মতো। কোনও কোনও ঘুম না আসা মধ্যরাতে শুনতে পেতাম, বাতাসে ভেসে বেড়াচ্ছে কীর্তনের সুর।...

শ্রীবিহীন নীতি ভাঙা ‘কন্যাশ্রী’

0
  ইন্দ্রাণী সেনগুপ্ত কলেজ থেকে ফিরলাম। সকাল দশটা থেকে একটা পর্যন্ত আমার তিনটে ক্লাস ছিল, প্রত্যেকটি এক ঘণ্টার। আমাদের এক-একটা ক্লাসে এক ঘণ্টার লেকচারের সময়সীমা।...

Most Popular