Saturday, May 4, 2024
HomeMust-Read NewsMalda | রাস্তার শিলান্যাস নিয়ে জোট-তৃণমূল সংঘর্ষ, জখম বিডিও

Malda | রাস্তার শিলান্যাস নিয়ে জোট-তৃণমূল সংঘর্ষ, জখম বিডিও

হরিশ্চন্দ্রপুর: লোকসভা নির্বাচনের আগে এলাকায় কৃতিত্বের দাবি ছাড়তে রাজি নয় কোনও দলই। আর এরকমই একটি ঘটনার সাক্ষী থাকল মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)। শনিবার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিদ্যানন্দপুরে পথশ্রী প্রকল্পের রাস্তার শিলান্যাস নিয়ে রীতিমতো গণ্ডগোল বেধে গেল তৃণমূলের (TMC) সঙ্গে সিপিএম-কংগ্রেস জোট (CPM-Congress Alliance) সমর্থকদের। দু’পক্ষের সংঘর্ষে জখম হয়েছেন হরিশ্চন্দ্রপুর ১-এর বিডিও (Harishchandrapur BDO) সৌমেন মণ্ডল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশবাহিনী। একে অপরের বিরুদ্ধে বিডিওকে হেনস্তার অভিযোগ তুলেছে দু’পক্ষই। শেষে থমকে গেল রাস্তার শিল্যানাস অনুষ্ঠান।

হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানন্দপুরে পথশ্রী প্রকল্পের আওতায় ১০ লক্ষ টাকা ব্যয়ে ২৬০ মিটার রাস্তা ঢালাইয়ের অনুষ্ঠান ছিল শনিবার। এই রাস্তার শিলান্যাসের জন্য তৃণমূলের তরফে যান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন সহ অঞ্চল তৃণমূলের নেতৃত্ব। এদিকে, এই হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি এবং বরুই গ্রাম পঞ্চায়েত রয়েছে কংগ্রেস-সিপিএম জোটের দখলে। ফলে শিলান্যাস নিয়ে শুরু হয় তর্জা। অন্যদিকে, জোটের তরফে আসেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের সহ স্থানীয় নেতা-কর্মীরা। আধিকারিক হিসেবে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১-এর বিডিও। তবে, এই শিলান্যাস করবেন কে? তা নিয়ে তৃণমূল ও জোটের মধ্যে বচসা শুরু হয়। তা গড়ায় হাতাহাতিতে।

তৃণমূলের দাবি, এই পথশ্রী প্রকল্পের রাস্তা মুখ্যমন্ত্রীর কাজ। তাই শিলান্যাস অনুষ্ঠানে গিয়েছিলেন তাদের জনপ্রতিনিধি এবং নেতৃত্ব। এখানে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কোনও ভূমিকা নেই। এদিন জোটের নেতা-কর্মীরা বিডিওকে হেনস্তা করেছেন বলে অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি মর্জিনা খাতুনের।

এদিকে, কংগ্রেসের মুখপাত্র আব্দুস সোভানের পালটা দাবি, জোটের পঞ্চায়েত সমিতি ঠিক করেছিল এই রাস্তার কাজের শিলান্যাস করবেন বিডিও। কিন্তু শাসকদল এটা চাইনি বলেই গণ্ডগোল পাকিয়েছে, বিডিওকে হেনস্তা করেছে।

এ নিয়ে বিডিও সৌমেন মণ্ডল বলেন, ‘আজ ওই এলাকায় একটা রাস্তার কাজের শিলান্যাস অনুষ্ঠান ছিল। সেখানে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে বিশৃঙ্খলা তৈরি হয়। সেখানেই আমি জখম হয়েছি। আপাতত শিলান্যাস স্থগিত রাখা হয়েছে। তা পরে করা হবে।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Theft Case | দুঃসাহসিক চুরির সাক্ষী থাকল মালদা, খোয়া গেল লক্ষ টাকার সামগ্রী

0
মালদা: দুঃসাহসিক চুরি মালদায় (stolen from Malda)। গ্রিল কেটে অ্যাড এজেন্সির অফিস (Add agency office) থেকে খোয়া গেল লক্ষ লক্ষ টাকার জিনিস (Worth lakhs...

Kunal Ghosh | এবার কি ‘কামব্যাক’ কুণালের? ব্রাত্যের মধ্যস্থতায় ডেরেকের সঙ্গে বৈঠক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ‘কামব্যাক’ কুণাল ঘোষের (Kunal Ghosh)? সূত্রের খবর, শনিবার দুপুরে ব্রাত্য বসুর (Bratya Basu) মধ্যস্থতায় ডেরেক ও’ব্রায়েনের (Derek O'Brien) সঙ্গে...

CV Ananda Bose | যৌন হেনস্তার অভিযোগের তদন্তে সিট গঠন, রাজভবনের সিসিটিভি ফুটেজ চাইল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন রাজভবনের এক অস্থায়ী কর্মী। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে লালবাজার...

Biswanath Basu | চালসায় এসেছেন অভিনেতা বিশ্বনাথ, খেলেন মোমো, ভাইরাল ভিডিও

0
চালসা: প্রায় বছরখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ডুয়ার্স (Dooars) সফরে এসে মঞ্জু লামার মোমোর দোকানে নিজের হাতে মোমো বানিয়েছিলেন। চালসা-মেটেলি রাজ্য...

Balurghat High School | বালুরঘাট হাই স্কুলের চার ছাত্র মাধ্যমিকের মেধাতালিকায়, গর্বিত শহরবাসী

0
বালুরঘাটঃ একজন বা দুজন নয়। এবছর মাধ্যমিক পরীক্ষায় একই স্কুল থেকে চারজন পরীক্ষার্থী স্থান পেয়েছে রাজ্যের মেধা তালিকায়। হ্যাঁ, এমনটাই সম্ভব করে দেখিয়েছে ঐতিহ্যবাহী...

Most Popular