উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভিড়ের মাঝে হামলা! কেরলে সিপিএম নেতাকে কুপিয়ে খুনের (CPM leader death) অভিযোগ উঠল। মৃতের নাম, পিভি সত্যনাথন। তিনি কোয়িলান্ডির সিপিএমের (CPM) সেন্ট্রাল লোকাল কমিটির সচিব পদে ছিলেন।
কেরলের (Kerala) কোঝিকোড় জেলার কোয়িলান্ডিতে চেরিয়াপুরম মন্দিরে বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়েছিলেন স্থানীয় সিপিএম নেতা। জানা গিয়েছে, অনুষ্ঠান চলাকালীন রাতে সেখানে পৌঁছায় দুষ্কৃতীরা। অভিযোগ, পিছন থেকে তারা আচমকা সিপিএম নেতার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হামলার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় সত্যনাথনকে কোঝিকোড় মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরে খুন করা হয়েছে। তবে এর নেপথ্যে রাজনৈতিক কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনার প্রতিবাদে কোয়িলান্ডিতে শুক্রবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।