ঘোকসাডাঙ্গা: দীপাবলির আগে পুলিশের অভিযানে বিপুল শব্দবাজি বাজেয়াপ্ত হল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পুণ্ডিবাড়ি-ফালাকাটা জাতীয় সড়কে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কোচবিহারের ডিএসপি ট্রাফিক প্রদীপ সরকারের নেতৃত্বে নাকা চেকিং চলছিল। সেইসময় ফালাকাটা থেকে কোচবিহারের দিকে আসা একটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেইসময় গাড়ি থেকে ওই শব্দবাজি বাজেয়াপ্ত হয়। এবিষয়ে পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।