সোমবার, ১৭ মার্চ, ২০২৫

জাতীয় সড়কের পাশে একাধিক হোটেলে মধুচক্র! ভাঙচুর-উত্তেজনা ফাঁসিদেওয়ায়

শেষ আপডেট:

ফাঁসিদেওয়া: মধুচক্র এবং মদের অবৈধ কারবার চালানোর অভিযোগে গ্রামবাসীরা একজোট হয়ে হোটেলে ব্যাপক ভাঙচুর চালালেন। বৃহস্পতিবার ফাঁসিদেওয়া ব্লকের ধামনাগছে ঘটনাটি ঘটেছে। ২টি হোটেলে ভাঙচুর চালানো হয়েছে। চাপের মুখে পড়ে একটি হোটেলে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয়েছে বিদেশি মদ। এদিন গ্রামবাসীরা ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হোটেল মালিক পলাতক।

অভিযোগ, দীর্ঘদিন থেকে ধামনাগছে ২৭ নম্বর জাতীয় সড়কের পাশে একটি হোটেলে অবৈধ কারবার চলছে। বিজেপির স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বিশ্ব বিশ্বাস বুধবার রাতে অভিযোগ পেয়ে হোটেলে পৌঁছোন। তাঁর অভিযোগ, সেই সময় সেখানে জুয়ার আসর বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের স্থানীয় কয়েকজন নেতা। অভিযোগ, বিশ্ববাবুকে ঘিরে ধরে চলে মারধর। সেইসঙ্গে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়।

বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় মহিলারা দল বেঁধে এদিন হোটেলটিতে যান। ২টি হোটেলে ভাঙচুর চলে। নষ্ট করা হয় বিদেশি এবং দেশি মদ। স্থানীয় মহিলাদের অভিযোগ, সন্ধ্যার পর অপরিচিত যুবতীরা হোটেল কাম লজে এসে দীর্ঘক্ষণ কাটান। প্রায় প্রতিদিনই পুলিশকে সেখানে দেখা যায়। তবে বারবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করছে না।

মহিলাদের দাবি, ওই হোটেলের কারণে এলাকায় শান্তি নষ্ট হচ্ছে। পাশাপাশি পারিবারিক কলহ বাড়ছে। অবিলম্বে স্থায়ীভাবে ওই হোটেল কাম বার বন্ধের দাবি তুলেছেন স্থানীয়রা। তা না হলে বাসিন্দারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। এবিষয়ে খবর লেখা পর্যন্ত ফাঁসিদেওয়া থানা ও তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া পেলেই তা কপিতে আপডেট করে দেওয়া হবে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

BJP | দিল্লির উদ্দেশে রওনা শুভেন্দু অধিকারীর! আচমকা কেন রাজধানীতে পাড়ি দিলেন বিরোধী দলনেতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গ বিজেপির (BJP) অধিনায়ক কে...

Attempt to sell child | দুয়ারে দুয়ারে বিক্রির প্রস্তাব! ১ মাসের সন্তানসহ ধরা পড়লেন দম্পতি

মালবাজার: মাত্র ১ মাসের কোলের বাচ্চাকে বিক্রি করতে এসে...

Baikunthapur Forest | জঙ্গলে জোরে গান বাজিয়ে বনকর্মীদের নাচ

প্রিয়দর্শিনী বিশ্বাস, শিলিগুড়ি: কথায় বলে, রক্ষকই ভক্ষক। তার উদাহরণ...

Darjeeling | শুটিংয়ের জন্য দার্জিলিংয়ে অনুরাগ, অনীতের সঙ্গে সাক্ষাৎ 

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: কুয়াশামোড়া দার্জিলিংয়ের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে...