হরিশ্চন্দ্রপুর: দীর্ঘদিন বাদে দেশের সুরক্ষার কাজ থেকে সাময়িক ছুটি পেয়ে বাড়ি ফিরছিলেন সিআরপিএফের ৭৫ নম্বর ব্যাটালিয়ানের জওয়ান ললিত পাসওয়ান (৪৩)। কিন্তু বাড়ি আর তাঁর ফেলা হল না। হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা বাজারের বাসিন্দা তিনি। গত বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হয় ললিতের।
উত্তরপ্রদেশের সাশানি স্টেশন থেকে কিছু দূরে তাঁর দেহ উদ্ধার করেন সংশ্লিষ্ট স্টেশনের আরপিএফ কর্মীরা। পকেট থেকে তাঁর পরিচয়পত্র উদ্ধার হয়। ময়নাতদন্তের পর তাঁর দেহ সিআরপিএফের হাতে তুলে দেওয়া হয়েছে। রবিবার বাগডোগরা এয়ারপোর্ট হয়ে ললিতের দেহ হরিশ্চন্দ্রপুরের ভালুকায় তাঁর বাড়িতে এসে পৌঁছোয়। সেখানে তাঁকে গান স্যালুট দেওয়া হয়। চোখের জলে তাঁকে বিদায় জানান ভালুকার বাসিন্দারা।
ললিতবাবুর বাড়িতে রয়েছেন তাঁর বৃদ্ধা মা সুশীলা পাসওয়ান, স্ত্রী কণিকা পাসওয়ান এবং তাঁর চার বছরের মেয়ে। সকলেই ললিতবাবুর অকাল মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন। তাঁদের দাবি, ললিতবাবুর মৃত্যুর পিছনে নিশ্চয়ই কোনও রহস্য রয়েছে, সেটা তদন্ত করে দেখা হোক। ঘটনায় শোক প্রকাশ করেছেন হরিশ্চন্দ্রপুর ২ এর বিডিও বিজয় গিরি। তিনি জানিয়েছেন, প্রশাসন ওঁর পরিবারের পাশে রয়েছে।