কলকাতা: ঘূর্ণিঝড় ‘মোকা’ নিয়ে আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। কবে, কোথায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে? কতটা ক্ষয়ক্ষতি হবে? এসব নানা প্রশ্ন ঘুরছে মানুষের মনে। পশ্চিমবঙ্গ, ওডিশা, অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি চলছে। তবে আইএমডি এ নিয়ে কোনওরকম আতঙ্কিত না হতে বলেছে। তাদের তরফে জানানো হয়েছে, আগামী ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যা ৭ মে পূর্ব বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপে পরিণত হবে। ৮ মে তা গভীর নিম্নচাপের রূপ নেবে। এরপর ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হবে এবং মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আকার নেবে। ৯ মে’র পর তা মধ্য বঙ্গোপসাগরে বিধ্বংসী আকার ধারণ করতে পারে। তবে ঠিক কোন রাজ্যের কোথায় তা আছড়ে পড়বে, তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা, ওডিশা এবং অন্ধ্রপ্রদেশজুড়ে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৬ থেকে ১০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই নতুন করে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই। এই ঘূর্ণিঝড় রাজ্যে কতটা প্রভাব ফেলবে তা এখনই স্পষ্ট করেনি হাওয়া অফিস। মোকার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। নিম্নচাপ তৈরি হওয়ার পরই গতিবিধি সম্পূর্ণভাবে বলা যাবে।