উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। বৃহস্পতিবার ভোরে জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে গুলির লড়াই। দুই পক্ষের সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের কাছ থেকে একে ৪৭ রাইফেল সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার হল। বুধবার সকাল থেকে স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারালেন দুই জঙ্গি। পুলিশ সূত্রে খবর, দু’জনেই লস্কর-ই-তইবা দলের সদস্য ছিলেন। গোপন সূত্রে পুলিশ জানতে পেরেছিল যে, আগামী কয়েক দিনের মধ্যে এলাকায় বড়সড় জঙ্গি হামলা হতে পারে। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় পুলিশ। জঙ্গিরা কোথায় রয়েছে, তারও হদিস পায় পুলিশ। ওয়ানিগাম গ্রামে জঙ্গিরা থাকতে পারে বলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সেখানেই অভিযান চালায় পুলিশ। সেই সময় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিকেশ হয় দুই জঙ্গি।
কাশ্মীরে এনকাউন্টারে খতম ২ লস্কর জঙ্গি
শেষ আপডেট: