উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কয়লা পাচার মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে ‘রক্ষাকবচ’ দিল না দিল্লি হাইকোর্ট। এফআইআর খারিজ ও ইডির সমন প্রত্যাহারের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মন্ত্রী। মন্ত্রীর এও দাবি ছিল, শুধু হেনস্তার জন্য কলকাতায় ইডি’র দপ্তর থাকা সত্ত্বেও দিল্লিতে তাঁকে ডেকে পাঠানো হচ্ছে। ইডি যাতে তাঁকে দিল্লির বদলে কলকাতায় জিজ্ঞাসাবাদ করে, সেই আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
পাশাপাশি ইডি যেন তাঁকে আর তলব করে বিরক্ত না করে, সেই আবেদনও জানিয়েছিলেন মলয়। কিন্তু আদালত সাফ জানিয়ে দিয়েছে, তাঁকে এবিষয়ে ‘রক্ষাকবচ’ দেওয়া যাবে না। আদালতের দাবি, কয়লা কাণ্ডে এখনও পর্যন্ত ১২ বার তাঁকে তলব করা হলেও মন্ত্রীর হাজিরার সংখ্যা মাত্র ১! তবে দিল্লি হাইকোর্টের গত ৫ সেপ্টেম্বরের রায় বহাল রেখে বিচারপতি জানিয়েছেন, তলব করার ২৪ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে মলয় ঘটককে। সেই নোটিশের কপি কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্য সচিবকে পাঠাতে হবে। কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হবে। সেই সঙ্গে ইডির তদন্তকারী আধিকারিকদের কাজে যাতে কোনও বাধা না পড়ে তা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে। তাঁদের সুরক্ষার বিষয়টিও দেখতে হবে। মন্ত্রীর হাজিরার দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রাখতে হবে।
প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় ২০২১ সালে নাম জড়িয়েছিল মলয় ঘটকের। সেই থেকে এখনও পর্যন্ত দু’বছরে তাঁকে ১২ বার তলব করেছে ইডি। দিল্লিতে ডেকে পাঠিয়ে তাঁকে জেরা করতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তলব অগ্রাহ্য করে হাজিরা না দেওয়ায় তাঁকে সমনও পাঠানো হয়।