Saturday, May 18, 2024
HomeTop NewsRaiganj Railway Station | ডেমু না-পসন্দ! রায়গঞ্জবাসীর এবার দাবি ইন্টারসিটির

Raiganj Railway Station | ডেমু না-পসন্দ! রায়গঞ্জবাসীর এবার দাবি ইন্টারসিটির

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: দীর্ঘদিনের দাবি পূরণ করতে চলেছে রেল। চলতি মাসেই বিকেলে শিলিগুড়ি যাওয়ার নতুন ট্রেন পাচ্ছেন রায়গঞ্জবাসী। সকালে শিলিগুড়ি থেকে ছেড়ে আসা ট্রেনটি বিকেলে আবার শিলিগুড়ির দিকে ফিরে যাবে (Raiganj Railway Station)। তবে ডেমু ট্রেন (DEMU Train) দেওয়ায় সেভাবে খুশি নন বাসিন্দারা। ইন্টারসিটি (Intercity Train) দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। যদিও ইতিমধ্যে নতুন ডেমু ট্রেনের সময়সূচি প্রকাশ করেছে রেল। তবে কবে থেকে চালু হবে সেটা জানায়নি। সকাল ৬টায় শিলিগুড়ি স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। এরপর বাগডোগরা, নকশালবাড়ি, ঠাকুরগঞ্জ, আলুয়াবাড়ি, কিশনগঞ্জ, ডালখোলা, বারসই হয়ে রায়গঞ্জ স্টেশনে সকাল ৯টা ২৫ মিনিটে এসে পৌঁছোবে। যদিও রাধিকাপুর স্টেশনে পৌঁছোনোর সময় সকাল ১১টা। আবার বিকেল ৪টা নাগাদ রাধিকাপুর স্টেশন ছেড়ে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবে। রায়গঞ্জে পৌঁছোনোর সময় ৪টা ৫০ মিনিট এবং শিলিগুড়ি স্টেশনে পৌঁছোবে রাত সাড়ে ৯টা নাগাদ। রেলওয়ে বোর্ডের জয়েন্ট ডিরেক্টর বিবেক কুমার সিনহা ১৬ ফেব্রুয়ারি এই নির্দেশিকা জারি করেছেন। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর কথায়, ‘জেলাবাসীর দাবি মেনে এ মাসেই চালু হচ্ছে শিলিগুড়ি-রাধিকাপুর নতুন ডেমু ট্রেন। সকালে শিলিগুড়ি থেকে ছেড়ে এসে বিকেলে শিলিগুড়ির উদ্দেশে ফের রওনা দেবে ট্রেনটি।’

যদিও বণিকসভার পাশাপাশি বিভিন্ন সংগঠনের সদস্যরা ডেমুর পরিবর্তে ইন্টারসিটি ও দিল্লির ট্রেন চালুর দাবি জানিয়েছেন। পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সের সদস্য অঞ্চন রায় জানান, বিকেলে শিলিগুড়ি যাওয়ার ইন্টারসিটি ট্রেন দিলে ভালো হয়। কারণ ডেমু ট্রেনে শিলিগুড়ি পৌঁছোতে অনেক সময় নেবে। পাশাপাশি, দিল্লি ও সাউথের ট্রেন চালুর দাবি জানিয়েছেন। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, ‘বিকেলে শিলিগুড়ির ট্রেনের দাবি আমাদের দীর্ঘদিনের।

উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের আহ্বায়ক অঙ্কুশ মৈত্র বলেন, ‘রাধিকাপুর-বারসোই সেকশনের উন্নয়নের প্রথম ও প্রধান অন্তরায় হল কাটিহার ডিভিশন। এই সেকশনে ভালো ট্রেন না দেওয়ার অজুহাত হল পরিকাঠামোর যুক্তি। আমাদের দাবি রায়গঞ্জ-শিলিগুড়ি ডেমু ট্রেন নয়, ইন্টারসিটি দেওয়া হোক। আমরা ইতিমধ্যে রেলমন্ত্রককে চিঠি দিয়েছি।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

NBMCH

North Bengal Medical | টাকার বিনিময়ে মৃত্যুর শংসাপত্র! কড়া পদক্ষেপ উত্তরবঙ্গ মেডিকেলের

0
শিলিগুড়ি: টাকার বিনিময়ে মৃত্যুর শংসাপত্র (Death Certificate) দেওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ করল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল (North Bengal Medical) কর্তৃপক্ষ। ওই বিভাগের দায়িত্বে...
water-crisis

Water Crisis | জলস্তর নেমে যাওয়ায় সমস্যা, পানীয় জলের তীব্র সংকট গঙ্গারামপুরে

0
বিপ্লব হালদার, গঙ্গারামপুর: তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে গঙ্গারামপুরবাসীর। গোদের উপর বিষফোঁড়ার মতো শহরজুড়ে পানীয় জলের তীব্র সংকট(Water Crisis) দেখা দিয়েছে। অভিযোগ, পুরসভার বসানো পাম্পগুলি অকেজো...

Dalkhola | মাদক ব্যবসার স্বর্গরাজ্যে পরিণত ডালখোলা, পুলিশের হাতে ধৃত বাংলাদেশি পাচারকারী

0
করণদিঘি: বিগত কয়েকদিন ধরেই ডালখোলা, গোয়ালপোখর সহ আশেপাশের এলাকাগুলি মাদক ব্যবসার স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এই এলাকা থেকে মাদক কিনে জেলার বিভিন্ন প্রান্তে সরবরাহ করছে...
Marriage of a girl with a 45-year-old man, police rescued bride

Gangarampur | ৪৫-এর ব্যক্তির সঙ্গে কিশোরীর বিয়ে, কনেকে উদ্ধার করল পুলিশ

0
বিপ্লব হালদার, গঙ্গারামপুর: যে বয়সে বইখাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন অভিভাবকরা। ১৩ বছরের সেই বালিকা বধূকে...

Education | ঘাটতি মেটাতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে একাদশ-দ্বাদশে পড়াবে রাজ্য

0
সাগর বাগচী, শিলিগুড়ি: নিয়োগ বন্ধ। নিজেদের চাকরি নিয়ে সংশয়ে হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা। তারপরও রাজ্যের সিংহভাগ হাইস্কুল শিক্ষক সংকটে (Teacher Shortage) ভুগছে। এর মধ্যে একাদশ...

Most Popular