Saturday, September 23, 2023
Homeরাজ্যউত্তরবঙ্গধূপগুড়িতে গণনার শুরু থেকেই কড়া টক্কর বিজেপি-তৃণমূলে, অনেক পেছনে বাম-কংগ্রেস

ধূপগুড়িতে গণনার শুরু থেকেই কড়া টক্কর বিজেপি-তৃণমূলে, অনেক পেছনে বাম-কংগ্রেস

ধূপগুড়ি: এ যেন সাপ-সিঁড়ি খেলা! উপনির্বাচনের গণনায় কখনও এগিয়ে যাচ্ছে বিজেপি, আবার কখনও তৃণমূল। তবে তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছেন সিপিএম-কংগ্রেস জোট প্রার্থী।

শুক্রবার সকাল ৮টা থেকে জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে শুরু হয়েছে উপনির্বাচনের গণনা। এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে গণনা। জেলা প্রশাসনের দাবি, গণনাকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হয়েছে। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি রয়েছে।

গণনার শুরু থেকেই প্রবল টানাপোড়েন চলছে। প্রথমদিকে তৃণমূলকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে যান বিজেপি প্রার্থী তাপসী রায়। তবে চতুর্থ রাউন্ডে বিজেপির থেকে ৩৬০ ভোটে এগিয়ে যান তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। তবে পঞ্চম রাউন্ডের শেষে ৮০০ ভোটের ব্যবধানে ফের তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে যায় বিজেপি। পরে সপ্তম রাউন্ডে ফের ঘুরে দাঁড়ায় তৃণমূল। বিজেপি থেকে ২ হাজার ৭৩১ ভোটে এগিয়ে যায় ঘাসফুল শিবির। তৃণমূল পেয়েছে ৭২ হাজার ৪৪০টি ভোট। বিজেপি ভোট পেয়েছে ৬৯ হাজার ৭০৯টি। এদিকে, বাম-কংগ্রেস জোট পেয়েছে ১০ হাজার ৬২টি ভোট।

২০২১-এর বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপির প্রার্থী বিষ্ণুপদ রায় জয়ী হয়েছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর জেরেই ধূপগুড়ির উপনির্বাচন। এখানে কংগ্রেস-বাম জোটবদ্ধ হয়ে লড়ছে। সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়কে সমর্থন জানিয়েছে কংগ্রেস। অপরদিকে, বিজেপির প্রার্থী হয়েছেন কাশ্মীরে শহিদ সেনা জওয়ানের স্ত্রী তাপসী রায়। আর এই আসনে তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments