উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পদ থেকে সরানো হয়েছে দিলীপ ঘোষকে। তা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। পদ চলে যেতেই খড়গপুরের সাংসদকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়।
শনিবার বাবুল সুপ্রিয় ট্যুইট করে লেখেন, ‘অবশেষে বাংলা বিজেপির ঠোঁট সিল করে দেওয়া হল। অবশেষে তিনি এবার নিজের ওষুধের স্বাদ বুঝলেন। এত বছর দল করার পর উনি ঝুনঝুনি পেয়েছেন। সম্ভবত এখন তিনি বুঝতে পারছেন কেন আমি আমার কষ্টার্জিত এমপি সিট তাদের মুখে ছুড়ে দিয়েছিলাম। এটি একটি ভিন্ন জিনিস যে এখন এই সিল করা ঠোঁট আমাকে আসানসোল হারানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। বিজেপিকে বাঙালি বিদ্বেষী বলেও তোপ দেগেছেন বাবুল। তাঁর কথায়, ‘বিজেপি আসলে বাঙালি বিদ্বেষী। এই গদ্দার পার্টির কাছে বাঙালির কোনও মূল্য নেই। একজন সত্যিকারের জোকার এখন বাংলার প্রতিনিধি হয়েছেন। সে কে তা অনুমান করো’।
দিলীপ বনাম বাবুলের লড়াই বঙ্গে পরিচিত। সুতরাং দিলীপের পদ হারানোর প্রতিক্রিয়া যে দেবেন মন্ত্রী তা নিয়ে কোন সন্দেহ নেই। এখন দেখার এর পাল্টা কি উত্তর দেন দিলীপ ঘোষ।
‘এতদিন বিজেপি করে ঝুনঝুনি পেয়েছেন দিলীপ ঘোষ’, কটাক্ষ বাবুলের
শেষ আপডেট: