Friday, May 3, 2024
HomeTop Newsইডির ব্যাখ্যায় অসন্তুষ্ট, ‘সশরীরে এসে ব্যাখ্যা দিন’ নির্দেশ লালবাজারের

ইডির ব্যাখ্যায় অসন্তুষ্ট, ‘সশরীরে এসে ব্যাখ্যা দিন’ নির্দেশ লালবাজারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপ্স অ্যান্ড বাউন্সের অফিসে ইডির হানা।তল্লাশিতে উদ্ধার একাধিক গুরুত্বপূর্ণ নথি।এ নিয়েই কয়েকদিন ধরে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ও অভিষেক। পরিস্থিতি এমন জায়গায় যে ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে লিপ্স অ্যান্ড বাউন্স সংস্থা।তবে ইডির পক্ষ থেকে মেল নিয়ে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা নিয়ে সন্তুষ্ট নয় লালবাজার।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনও এক জন আধিকারিক সশরীরে লালবাজারে বিষয়টিকে ব্যাখ্যা করুক, এই মর্মে পাল্টা মেল করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে বলে সূত্রের খবর।

সোমবার কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমাবেশে বক্তব্য রাখেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন স্বীকার না করলেও গতকাল কার্যত স্বীকার করেন ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ তারই সংস্থা। তার এই সংস্থায় ইডির তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি যে দিন এসেছি, পরের দিন পাঠিয়ে দিয়েছে ইডিকে তল্লাশি করতে! আমার অফিসে গিয়ে তল্লাশি করেছে। তার সঙ্গে ১৬টা ফাইল একটা কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসেছে।’’

আর সেই ফাইল ডাউনলোড ইস্যুকে কেন্দ্র করে সংঘাত তৈরি হয়েছে কলকাতা পুলিশ এবং ইডির মধ্যে। কলকাতা পুলিশ পাল্টা ইডির কাছে জানতে চেয়েছে কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল এল? যদিও মেল করে সেই জবাব ইতিমধ্যেই দিয়েছে ইডি আধিকারিকেরা। কিন্তু ইডি যে ব্যাখ্যা দিয়েছে তাতে সন্তুষ্ট নন পুলিশ কর্তারা। তার কারনেই ইডিকে মেল মারফৎ জানানো হয়েছে যে, যেকোন একজন ইডি অফিসার সশরীরে লালবাজারে হাজির হয়ে বিষয়টি ব্যাখ্যা করুক।

যদিও এই ফাইল ডাউনলোড প্রসঙ্গে তদন্তকারী সংস্থা দাবি করে, ‘তাদের এক আধিকারিক তল্লাশি চালাতে গিয়ে সংস্থার কম্পিউটার থেকে নিজের কন্যার কলেজের হস্টেলের খোঁজখবর নিচ্ছিলেন। তা করতে গিয়ে কোনও ভাবে ওই ফাইলগুলি ডাউনলোড হয়ে গিয়ে থাকবে। তবে সংস্থার কর্মীদের উপস্থিতিতেই যা করার করা হয়েছিল। এ ক্ষেত্রে তাদের ‘অন্য’ কোনও উদ্দেশ্য ছিল না।’

লিপ্স অ্যান্ড বাউন্সের অফিসে ইডির হানা, একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার, এমনকি অভিষেক জায়া রুজিরার ব্যাঙ্ক স্টেটমেন্ট উদ্ধার এসব নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। গতকাল ফের ইডি আধিকারিকদের তুলোধনা করেন অভিষেক। তবে যেভাবে ইডি ও কলকাতা পুলিশের যুদ্ধ শুরু হয়েছে তাতে জল যে অনেক দূর গড়াবে সে বিষয়ে সন্দেহ নেই।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kunal Ghosh | দলকে ‘নয়া পরামর্শ’ কুণালের, তাঁর জায়গায় বসানো হোক আইপ্যাকের শীর্ষকর্তাকে!

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরক কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার সকালে এক্সে (X-handel) তাঁর একটি পোস্ট আবারও কিছুটা কোণঠাসা করল তৃণমূল শিবিরকে। তিনি...

কোন পথে যে চলি, কোন কথা যে বলি

0
রুদ্র সান্যাল মাধ্যমিক পরীক্ষার ফল বেরোতেই অনেকের অভিভাবকই চিন্তায় তাঁদের সন্তান আশানুরূপ ফল না করার কারণে। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের অভিভাবকদের...

ক্ষমতার লড়াই: পাওয়ার বনাম পাওয়ার

0
সম্বিত পাল বারামতির করাঞ্জে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে গাছের ছায়ায় সিমেন্ট বাঁধানো চত্বরে যখন গোল হয়ে বসলেন তাঁরা, তখন মনে হল এঁরা সবাই ভাইপোর...

জগন্নাথের রাজ্যে ভোটে তামিল মাহাত্ম্য

0
রূপায়ণ ভট্টাচার্য ভিকে পান্ডিয়ান নামে কি কাউকে চেনেন? না চিনলে চিনে রাখুন। জেনে রাখুন। জিকে ক্লাসে কাজে লাগবে। ভবিষ্যতের জন্যও। ভি কার্তিকেয়ন পান্ডিয়ান ভারতীয় রাজনীতিতে...

Elephant Attack | হাতির হানায় মৃত্যু মহিলার

0
চালসা: হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। চালসা সংলগ্ন মহাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মাংরি ওরাওঁ(৫০)। স্থানীয় সূত্রে জানা...

Most Popular