উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআইয়ের অধীনে টানা দশ বছর ধরে চলছে চিটফান্ড মামলার তদন্ত। পরে তদন্তে নেমেছিল ইডিও। শীত ঘুমে চলে যাওয়া এই চিটফান্ড মামলা ফের জেগে উঠেছে লোকসভা ভোটের আগে। কিছুদিন আগেই এই মামলায় ডাক পড়েছিল মুকুল রায়ের। এবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে। অ্যালকেমিস্ট চিট ফান্ডে কোটি কোটি টাকা তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই এই তলব বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন অরূপ বিশ্বাসকে ইডি তলব করায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
‘অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়ালটি’ সংস্থার বিরুদ্ধে অভিযোগ সেবি-র অনুমতি ছাড়াই লগ্নিকারীদের কাছ থেকে তুলেছিল ১,৯১৬ কোটি টাকা। ওই সংস্থার মালিক তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কেডি সিং। তিনি আর্থিক তছরুপের অভিযোগে ২০২১ সালের বিধানসভা ভোটের মুখে কেডি সিংকে গ্রেপ্তার করেছিল ইডি। চিটফান্ড মামলায় কোট কোটি টাকা লেনদেনের ঘটনার বেশ কিছু তথ্য হাতে এসেছে ইডির। সেই অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে অরূপ বিশ্বাসের। এই মামলাতেই সম্প্রতি তলব করা হয়েছিল মুকুল রায়কে।