Monday, May 20, 2024
Homeউত্তর সম্পাদকীয়এআইয়ের কুপ্রভাব পড়ছে উত্তরবঙ্গেও

এআইয়ের কুপ্রভাব পড়ছে উত্তরবঙ্গেও

সামাজিকতা জলাঞ্জলি দিয়ে আধুনিক প্রজন্ম ধীরে ধীরে বাবা-মায়ের সান্নিধ্যকেও মাপতে চাইছে যান্ত্রিকতার নিক্তিতে।

  • নীলাদ্রি বিশ্বাস

দিনকয়েক আগে কোচবিহার বইমেলার সাংস্কৃতিক মঞ্চে বসেছিল অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনার আসর। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত কয়েকজন মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার মতো জরুরি বর্তমান বিষয় নিয়ে বিস্তর কাটাছেঁড়া করলেন। ছোটবেলায় পড়া ‘বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ’ রচনাটি মনে পড়ছিল। সেসব না হয় ঠিক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সময়ের সঙ্গে মানব জীবনের অঙ্গ হয়ে উঠছে। আর খুব দ্রুত তা তৈরি করে ফেলছে আশঙ্কার বাতাবরণ।

বইমেলার আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার চাদরে জড়ানো শৈশবের কথা বলা হল। উঠে এল এআই শিক্ষক দিয়ে কৈশোর পরিচালনার কথা। সেখানেই মনের মাঝে একটা খোঁচা লেগে যায়। প্রচণ্ড দ্রুতগতির জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা ধীরে ধীরে শিশুদের মনের নিয়ন্ত্রক হয়ে উঠেছে। যন্ত্র ভালো, বিজ্ঞানের আশীর্বাদসুলভ বিভিন্ন আবিষ্কার ভালো তো বটেই। কিন্তু যান্ত্রিকতাকে ভালো বলি কী করে? কচিকাঁচার দল অভিভাবকদের চাপে পড়েই যেন প্রাণ খুলে মিশতে ভুলে গিয়েছে। কেরিয়ার গড়বার নেশায় সাহায্য নিচ্ছে এআইয়ের বিভিন্ন অবতারের। সম্পর্কের সুতোগুলো ছিঁড়ে যাচ্ছে যেন।

অফিসের এক সিনিয়ার দাদার ছেলে স্পেস রিসার্চ নিয়ে ব্যস্ত। বন্ধু-আত্মীয়র সঙ্গের তুলনায় ওর পছন্দ এআই শিক্ষকের সান্নিধ্য। ওর বাবা সেদিন দুঃখ করে বলছিলেন, ‘এ ছেলে কী করে যে আর সামাজিক হবে!’ আত্মীয়স্বজন সামাজিকতাকে জলাঞ্জলি দিয়েছে এই অতি আধুনিক প্রজন্ম। ধীরে ধীরে বাবা-মায়ের সান্নিধ্যকেও এরা মাপতে চাইছে যান্ত্রিকতার নিক্তিতে। মুঠোফোনের মতো প্রচণ্ড প্রয়োজনীয় বস্তুটি এ মুহূর্তে অবশ্যই সংবাদ শিরোনামে। বিজ্ঞানের আশীর্বাদ ঢাকা পড়ে যাচ্ছে এর অপব্যবহারের অভিশাপে।

আধুনিক পৃথিবীকে স্বয়ংসম্পূর্ণ করার তাগিদে বিজ্ঞান হয়তো এআইকে আরও ক্ষুরধার করে তুলছে। হারিয়ে যাচ্ছে মানুষের কাজের সম্ভাবনা। বেকার হচ্ছে স্কিল্ড হিউম্যান ব্রেন। ধীরে ধীরে তৈরি হচ্ছে ধনকুবের এবং নিরন্ন মানুষের দল। মুছে যাচ্ছে মধ্যবিত্ত সম্প্রদায়। এআইয়ের কুপ্রভাব পড়ছে উত্তরবঙ্গে। মানবজাতির উপকার করতে গিয়ে যান্ত্রিকতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের হৃদয়ের বাঁধনকেও আলগা করে তোলা হচ্ছে।

উন্নততর পৃথিবী এর ফলে কতটা লাভবান হবে? যন্ত্রমানব কিংবা যান্ত্রিক মানুষ দ্বারা পরিচালিত সমাজ ঠিক কতটা স্বস্তির অক্সিজেন সংগ্রহ করতে পারবে ভবিষ্যৎ পৃথিবীর জন্য? কৃত্রিম বুদ্ধিমত্তার ছড়িয়ে পড়া তাই নিশ্চিন্ততার বাতাবরণ তৈরি করতে দেয় না। একথা এর সঙ্গেই অস্বীকারের উপায় নেই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এই মুহূর্তে হয়ে উঠেছে একটি প্রয়োজনীয় অ্যাকাডেমিক শিক্ষার ক্ষেত্র। আর ভয়টা সেখানেই। ছোটদের জন্য যেন ভবিষ্যতের অশনিসংকেত। সে কারণেই সঠিক প্রশাসনিক পদক্ষেপ একে নিয়ন্ত্রণে রাখতে পারে। প্রয়োজনীয় বিষয় হয়েও যাতে এটি ‘বাঁদরের হাতে খন্তা’ তুলে দেওয়ার মতো না হয় তা নিয়ন্ত্রকদেরই দেখতে হবে।

আগামী প্রজন্ম এ মুহূর্তে ভাসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দামাল সাগরে। ডুবে না গিয়ে মাথা উঁচু রেখে সমাজকে সঠিক দিশা তারা দেখাতে পারবে কি? মানবিক সম্পর্কেরা তা জানার অপেক্ষায়।

(লেখক কোচবিহারের সংস্কৃতিকর্মী)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Missing MP | ভারতে চিকিৎসা করাতে এসে বেপাত্তা বাংলাদেশের সাংসদ, ঢাকায় নিখোঁজ ডায়েরি পরিবারের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের এক সাংসদ। নিখোঁজ সাংসদের নাম আনোয়ারুল আজিম। তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে...

PM Narendra Modi | রেকর্ড সংখ্যায় ভোটদানের আর্জি, পঞ্চম দফার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পঞ্চম দফা শুরু হয়েছে দেশজুড়ে। সোমবার দেশের ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে...

Iran President’s chopper Crash | ইরানের প্রেসিডেন্টের ভেঙে পড়া চপারের খোঁজ মিলল, কেউ বেঁচে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভেঙে পড়া চপারের (Iran President's chopper Crash) সন্ধান মিলল। তবে ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও জীবিত...

Money seized | খড়গপুরে হোটেলে হানা পুলিশের, বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার ৩৫ লক্ষ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের মাঝে ফের উদ্ধার লক্ষ লক্ষ টাকা। এবার উদ্ধার হল ৩৫ লক্ষ টাকা! ওই বিজেপি নেতার নাম সমিত মণ্ডল...
weather-update-west bengal

West bengal weather update | উত্তরে প্রাক বর্ষার বৃষ্টি, দক্ষিণবঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্চম দফার ভোট শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। ভোটের বাংলা দুর্যোগের পূর্বাভাস (West bengal weather update) দিল আবহাওয়া দপ্তর। সোমবার রাজ্যজুড়ে বৃষ্টির...

Most Popular