Sunday, May 5, 2024
Homeউত্তর সম্পাদকীয়কর্মক্ষেত্রে ঋতুকালীন ছুটি নারীর ক্ষমতায়নেরই বাধা

কর্মক্ষেত্রে ঋতুকালীন ছুটি নারীর ক্ষমতায়নেরই বাধা

  • তপতী গায়েন

প্রথম ঋতুবতী হওয়ার দিন থেকে আর পাঁচটা মেয়ের মতোই আমার বালিকা বেলাও আবদ্ধ থেকেছে চরম বিধিনিষেধের বেড়াজালে। প্রতি মাসের চারটে-পাঁচটা দিন কার্যত, কঠোর থেকে কঠোরতর হয়ে উঠত।

পুজোপাঠ, আচার-অনুষ্ঠান, বিয়ে, শ্রাদ্ধানুষ্ঠান থেকে যত সম্ভব দূরে রাখার চেষ্টা করা হত আমাকে৷ শেখানো হত, কাউকে বলবে না, ঠাকুর ঘরে ঢুকবে না, পবিত্র কিছু ছোঁবে না৷ আর আমার বিদ্রোহী মনে হাজার কেন-র নাছোড় প্রশ্নের বাণ আছড়ে পড়ত মায়ের কাছে। যদিও এইসব প্রশ্নের কোনও সহজ উত্তর ছিল না তাঁরও৷ প্রচলিত রীতি, কুসংস্কারকে হাতিয়ার করেই তিনি যুক্তি সাজানোর চেষ্টা করতেন৷ প্রতি সমাজ নিজেদের মতো করে তার উত্তর যেমন সাজিয়ে নেয়, অনেকটা তেমনই৷

ঠিক যেভাবে আজ উত্তর সাজিয়ে নিচ্ছে ‘পিরিয়ড লিভস’ বা ঋতুকালীন ছুটির বিষয়টি৷ সম্প্রতি ঋতুকালীন স্বাস্থ্যবিধির গুরুত্বের কথা বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক পিরিয়ডসের দিনগুলিতে বিশেষ ছুটির দাবিতে সংসদে রিপোর্ট জমা করেছিল৷ যদিও তা পত্রপাঠ খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর মতে, এতে কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি বৈষম্য বাড়বে। সমান সুযোগ থেকে তাঁরা বঞ্চিত হবেন।

স্মৃতির সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেই বলতে পারি পিরিয়ডসের জন্য ছুটি না রাখাই শ্রেয়৷ কারণ, প্রতিটি ধাপে যেখানে ‘নারীর ক্ষমতায়ন’ ও ‘লিঙ্গসাম্য’ নিয়ে প্রতিনিয়ত আন্দোলন হচ্ছে, সচেতনতা গড়ে তোলার চেষ্টা চলছে জোরকদমে, সেখানে এই ছুটি মহিলাদের বহু যোজন পিছিয়ে দেবে। সমান অধিকারের লড়াইকে দুর্বল করে দেবে। বিশেষ সুবিধা ভোগের অভিযোগে ভবিষ্যতে কর্মক্ষেত্রে কম সংখ্যায় নিয়োগের অজুহাতও হয়ে উঠবে এটি। আঙুল তুলতে এক মুহূর্তও দেরি হবে না যে, ‘আরে, ওদের তো আবার মাসে বাড়তি ছুটি বাঁধা৷ ভালোই আছে৷ মেয়ে হয়ে যে আর কত সুবিধা পাবে!’

ঠিক যে কারণে মা হওয়ার পরে বহু মহিলাকে কর্মক্ষেত্রে নানা বৈষম্যমূলক আচরণের শিকার হতে হয়! শিশু প্রতিপালনের ছুটি নিয়ে হাজার প্রশ্ন ওঠে! সেই একই কারণে ‘ঋতুকালীন ছুটি’-ও হয়ে উঠবে একটা বৈষম্যের মাপকাঠি। এনিয়ে শুরু হবে নানা নোংরা টিপ্পনীও৷ তাই বলে, একজন মহিলা হয়ে আমি মোটেই অস্বীকার করছি না যে, এ সময়ে মেয়েদের কোনও শারীরিক সমস্যাই হয় না। বরং অসম্ভব পা ব্যথা, কোমর ব্যথা সহ একাধিক জটিলতা এতটাই অসহনীয় হয়ে দাঁড়ায় যে মাঝে মাঝে মনে হয় ছুট্টে বাড়ি চলে যাই৷ একটু শুয়ে থাকলে, বিশ্রাম করলে বোধহয় ভালো লাগবে৷ এসব দিক থেকে দেখতে গেলে এই ছুটির বিষয়টা তো আমাদের লুফে নেওয়া উচিত। তবু তারপরও বলব, ‘ঋতুকালীন ছুটি’ মেনে নিতে না পারার প্রথম কারণটাই হল, এটা লিঙ্গসাম্যের পথে বিশাল অন্তরায়৷

এ ছুটি দিলে সমাজ থেকে ঋতুকালীন ছুঁতমার্গ কাটবে না৷ যাবে না কুসংস্কারও৷ প্রতি মাসে মহিলাদের চার-পাঁচটা দিন ‘অপবিত্র’ সে ধারণাও থেকে যাবে বহালতবিয়তে। তার থেকে এটা নিয়ে আলোচনা হোক, সচেতনতা বাড়ুক৷ এটা যেমন ঢাকঢোল পিটিয়ে বলার বিষয় নয়, তেমনই এটা লুকিয়ে রাখার বিষয়ও নয়৷ স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া হিসেবে তা সমাজের সামনে তুলে ধরলেই অনেক কিছু সহজ হয়ে যাবে৷ তাই ছুটির পরিবর্তে আমাদের সেই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

(লেখক শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের শিক্ষক)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sunidhi Chauhan | মঞ্চে সুনিধির দিকে ছোড়া হল জলের বোতল! তারপর কী করলেন গায়িকা?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাজার হাজার দর্শকের সামনে মঞ্চে গান গাইছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। কিন্তু সেই মুহূর্তে হঠাতই তাঁর দিকে ধেয়ে...

0
ত্রিবেণিতে ফের বন্যার আশঙ্কা হয়নি রাস্তা, পলির নীচে হাসপাতাল রণজিৎ ঘোষ ত্রিবেণি (কালিম্পং): করোনা ভাইরাসে সংক্রামিত রোগীদের চিকিৎসার জন্য ত্রিবেণিতে নতুন হাসপাতাল তৈরি হয়েছিল। ভাইরাসের সংক্রমণ কমে...

Elephant Attack | হাতির হানায় মৃত্যু যুবকের

0
মাদারিহাট: হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ মাদারিহাটে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আকাশ দাস(২৮)। বাড়ি...

Rahul Gandhi | রাহুল গান্ধি ব্রিটিশ নাগরিক! রায়বরেলি মনোনয়ন বাতিলের দাবিতে অভিযোগ কমিশনে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশ্ন তোলা হল রাহুল গান্ধির (Rahul Gandhi) নাগরিকত্ব নিয়েই! ওয়েনাডে ভোট মিটতেই রাহুল প্রার্থী হয়েছেন রায়বরেলি (Raebareli) আসন থেকে। এদিকে...
weather-update-in-west-bengal

Weather Report | তীব্র গরম থেকে অবশেষে স্বস্তি, রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র গরম থেকে অবশেষে স্বস্তি! রবিবার থেকেই বঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বিকেলের পর থেকেই বিক্ষিপ্তভাবে...

Most Popular