বেলাকোবা: বেলাকোবা রেলস্টেশন এলাকায় বৈদ্যুতিক ট্রেনের তার ছিঁড়ে যাওয়ায় ভোগান্তির শিকার শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেনের একাধিক পড়ুয়া থেকে নিত্যযাত্রীরা। সূত্রের খবর, সোমবার সকালেই বেলাকোবা রেলস্টেশন সংলগ্ন বৈদ্যুতিক ট্রেনের বৈদ্যুতিন লাইনের তার ছিঁড়ে যাওয়ার ঘটনা নজরে আসে। এর ফলে শিলিগুড়িগামী ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনটি রানিনগর স্টেশনে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে, বেলাকোবা স্টেশনে মেরামতের কোচ নিয়ে পৌঁছোয় রেলকর্মীরা। মেরামতের প্রায় ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যেখানে বেলাকোবা রেলস্টেশনে ৮.১৫তে আসার কথা সেখানে প্রায় দু’ঘণ্টা দেরিতে আসে ট্রেনটি।
ট্রেনটির জন্য অফিসযাত্রী, কলেজ পড়ুয়া, ব্যবসায়ী সহ প্রত্যেককে ভোগান্তির শিকার হতে হয়। অপেক্ষারত যাত্রী রতন দাস বলেন, ‘সম্প্রতি বৈদ্যুতিক ট্রেনের জন্য বৈদ্যুতিক লাইন হয়েছে। এখন ঝড় নেই, বৃষ্টি নেই তা সত্বেও যদি বৈদ্যুতিক বিভ্রাট হয় তবে বর্ষাকালে কী হবে?’ এই বিষয়ে এডিআরএম এনজেপিকে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি ফোন ধরেননি।