Tuesday, April 30, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গগরমে নাজেহাল, তৃষ্ণা মেটাতে নদীর ধারে বিচরণ করছে হাতি

গরমে নাজেহাল, তৃষ্ণা মেটাতে নদীর ধারে বিচরণ করছে হাতি

অর্ঘ্য বিশ্বাস, ময়নাগুড়ি: প্রচণ্ড গরমে নাজেহাল মানুষের পাশাপাশি জীবজগৎ। জলের খোঁজে নদীর ধারে বিচরণ করছে হাতির দল। কয়েকদিন ধরে গরুমারা জঙ্গল ঘেঁষা রামশাই এলাকার জলঢাকা নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে হাতির পাল। প্রতিদিনই ওই দলটি অপর প্রান্তের নাথুয়া রেঞ্জের বনাঞ্চল থেকে জলের খোঁজে বেরিয়ে আসছে নদীর ধারে। দীর্ঘ সময় নদীর ধারে আপন খেয়ালে সময় কাটিয়ে ফের ঢুকে পড়ছে বনাঞ্চলে। যদিও এখনও পর্যন্ত হাতির দলটি  জলঢাকা নদী পেরিয়ে গ্রামের দিকে ঢোকেনি। বন দপ্তরের তরফে অবশ্য নজরদারি চালানো হচ্ছে।‘

এলাকাবাসীর কথায়, প্রায় এক সপ্তাহ ধরে হাতির দল জলঢাকা নদীর মাঝে বিচরণ করছে। কোনওদিন দুপুর কিংবা কোনওদিন বিকেলের দিকে হাতির দলটি নেমে পড়ছে নদীতে। সেখানে বিকেল পর্যন্ত নদীতে গা ভাসিয়ে চলছে স্নান। কখনও একটি হাতি আবার কখনও দলবেঁধে নদীর মাঝে দেখতে পাওয়া যাচ্ছে। দলটিতে বেশ কয়েকটি শাবকও  রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ স্থানীয় বাসিন্দা মানিক সরকার বলেন, ‘গরমে নাজেহাল হয়ে জলের খোঁজেই হাতিগুলো নদীর ধারে বেরিয়ে আসছে। তবে শান্ত স্বভাবেই রয়েছে হাতিগুলো।’ স্থানীয় বাসিন্দারা বলছেন, কখনও নদীর ধারে বসে ধুলো উড়িয়ে আবার কখনও জলের মধ্যে শুয়ে খেলার আমেজে থাকছে হাতিগুলি। প্রায়দিনই পর্যটক সহ মানুষজন হাতির দেখা পেয়ে বেজায় খুশি।

শুক্রবার বিকেল নাগাদ জলঢাকা নদীর পাড়ে দীর্ঘ সময় ধরে একটি হাতিকে ঘোরাফেরা করতে দেখা যায়। যদিও কিছুক্ষণ থাকার পর নদীর চর থেকে জঙ্গলে ঢুকে পড়ে হাতিটি।

পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদার বলেন, ‘হাতির সারাদিনে প্রচুর জলের প্রয়োজন হয়। তার সঙ্গে এই কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির জন্য মানুষের পাশাপাশি বন্যপ্রাণীরাও নাজেহাল। তাই জলের কাছাকাছি থাকতেই পছন্দ করে তারা।’

বন দপ্তর জানিয়েছে, হাতি নদীর কাছাকাছি থাকতেই পছন্দ করে। চলতি মরশুমে দেরিতে বৃষ্টি হয়েছে। তবে সংরক্ষিত বনাঞ্চলে কিছু জলাধার রয়েছে যাতে বন্যপ্রাণীর কোনও সমস্যা না হয়। রামশাই মোবাইল স্কোয়াডের রেঞ্জ অফিসার প্রদ্যুৎ দে সরকার বলেন, ‘হাতির গতিবিধির দিকে নজরদারি চলছে,  নদী পেরিয়ে গ্রামাঞ্চলে যাতে হাতি না চলে আসে সেদিকে নজরদারি চলছে।’

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Rekha Patra | গাছের ডাল নিয়ে রেখাকে তাড়া করল গ্রামবাসীরা! কী এমন হল বসিরহাটে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিক্ষোভের মুখে বসিরহাটের (Basirhat) বিজেপি প্রার্থী রেখা পাত্র (BJP Candidate Rekha Patra)। মঙ্গলবার খড়িডাঙা এলাকায় রেখা পা রাখতেই উত্তেজনা ছড়াল...

Sarada Math | সারদা মঠের অধ্যক্ষা আনন্দপ্রাণা মাতাজির জীবনাবসান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন সারদা মঠ (Sarada Math) এবং রামকৃষ্ণ সারদা মিশনের (Ramakrishna Sarada Mission) অধ্যক্ষা প্রবীণতম সন্ন্যাসিনী প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি (Pravrajika...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছত্তীসগঢ়ের বস্তারে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত দুই মহিলা-সহ সাত মাওবাদী! সংঘর্ষ চলছেছত্তীসগঢ়ের বস্তারে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত কমপক্ষে সাত মাওবাদী। গভীর...

Ramdev | ফের বিপাকে রামদেব, পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করল উত্তরাখণ্ড সরকার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ধাক্কা খেল রামদেবের পতঞ্জলি সংস্থা (Patanjali)। এবার পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স (License) বাতিল করল উত্তরাখণ্ড সরকার (Uttarakhand)। পাশাপাশি যোগগুরু...

Primary Recruitment Case | ‘আপনি চাকরি খাচ্ছেন !’ বিকাশরঞ্জনকে দেখে বিক্ষোভ দেখাল চাকরিপ্রার্থীরা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  বিক্ষোভের মুখে পড়লেন কলকাতা হাইকোর্টের (calcutta high court) আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash ranjan Bhattacharya)। মঙ্গলবার প্রাথমিকের চাকরি প্রাপকদের একাংশ ‘চাকরি...

Most Popular