তুফানগঞ্জ: কাজের কয়েক মাস পর থেকেই পাকা রাস্তার পিচের চাদর উঠতে শুরু করেছে। ধীরে ধীরে পুরো রাস্তাই চলাচলের অযোগ্য হয়ে উঠেছে বলেই অভিযোগ এলাকাবাসীর। রাস্তাটি পাকা করার দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা।
তুফানগঞ্জ ১ ব্লকের ধলপল ১ গ্রাম পঞ্চায়েতের ভুরকুশ বাজার এলাকায় ‘পাড়ায় সমাধান‘ প্রকল্পের মাধ্যমে ২০২০-২১ অর্থবর্ষে ১৬ লক্ষ ৯৩ হাজার ৫৬২ টাকায় এক কিলোমিটার রাস্তার কাজ হয়েছিল। কাজের কয়েক মাস পর থেকেই রাস্তাটির পিচের চাদর উঠতে শুরু করে বলে স্থানীয়রা জানান। বর্তমানে রাস্তাটিতে আলগা গুড়ো পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে সাইকেল, বাইকের চাকা মাঝেমধ্যেই পিছলে যাচ্ছে। পথচারীরা এই রাস্তায় ঠিকমতো যাতায়াত করতে পারছেন না। খুব শীঘ্রই রাস্তাটি পাকা করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা যুগল কিশোর দাস বলেন, ‘এই রাস্তাটি পাকা করার সময় পুরোনো গ্রেভেল রাস্তার উপর কাটা পাথর ছড়িয়ে দিয়ে নামমাত্র পিচের প্রলেপ দেওয়া হয়েছিল। কাজের মান খারাপের কথা তখন বলা হলেও গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমানে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। সরকারি টাকা তছরূপ করার জন্যই কাজের মান খারাপ হচ্ছে। এই রাস্তাটি দ্রুত পাকা করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।‘ এ ব্যাপারে তুফানগঞ্জ ১ পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী বর্মন বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে।‘ ধলপল ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা দাস বলেন, ‘রাস্তার বেহাল দশার কথা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।‘