Thursday, May 9, 2024
HomeBreaking Newsটাকা-চাকরির লোভ দেখিয়ে চাপ দেওয়া হচ্ছে! বিস্ফোরক অভিযোগ মৃত্যুঞ্জয়ের পরিবারের

টাকা-চাকরির লোভ দেখিয়ে চাপ দেওয়া হচ্ছে! বিস্ফোরক অভিযোগ মৃত্যুঞ্জয়ের পরিবারের

কালিয়াগঞ্জ: বাড়ির দোড়গোড়ায় এসেও ফিরে যেতে হলো মৃত্যুঞ্জয়ের পরিবারকে। নিজের বাড়িতে ঢোকার সাহস পেলো না মৃত্যুঞ্জয়ের পরিবার। শুক্রবার বিকালে ন্যাশানাল কমিশন ফর শিডিউল কাস্টের ভাইস চেয়ারপার্সন অরুণ হালদারের সাথে মালদার এক গোপন আস্তানা থেকে গাড়িতে করে রাধিকাপুরের চাঁদগাঁও এলাকায় পরিবারের সকলকে নিয়ে হাজির হয়েছিলেন মৃত্যুঞ্জয়ের বাবা রবীন্দ্রনাথ বর্মন। ইচ্ছে ছিল দাঁতেদাঁত চিপে ছোট ছেলের শ্রাদ্ধশান্তি এই বাড়িতেই করবেন। কিন্তু,  স্থানীয় পুলিশ প্রশাসনের উপর ভরসা করতে না পেরে বাড়ি সামনে থেকেই গাড়ি ঘুরিয়ে ফের গোপন আস্তানায় ফিরে গেল মৃত্যুঞ্জয়ের পরিবার। অরুণ হালদারের অভিযোগ, ‘ জেলার এসপি’র বদলে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন। তিনি আসতে পারতেন। কালিয়াগঞ্জ থানার আইসি আমার সামনা সামনি হতে ভয় পাচ্ছেন। কোনও কথার জবাব দিতে পারছেন না। এর থেকে লজ্জাজনক আর কোন ঘটনা হতে পারেনা। আজ পরিষ্কার হয়ে গেল, পুলিশ কি চাইছে। প্রশাসন কি চাইছে। উল্লেখ্য ২৬ এপ্রিল রাতে রাধিকাপুরের চাঁদগাঁওয়ের বাসিন্দা মৃত্যুঞ্জয় বিশ্বাসকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে কালিয়াগঞ্জ থানার এক এএসআইয়ের বিরুদ্ধে। ঘটনার সিআইডি তদন্ত চলছে।

এদিকে, মৃত্যুঞ্জয়ের ঘটনা ধামাচাপা দিতে নানা ধরনের প্রলোভন দেখানো হচ্ছে বলে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মৃত্যুঞ্জয়ের বাবা রবীন্দ্রনাথ বর্মন। তাঁর অভিযোগ,  পুলিশের ভয়ে লুকিয়ে ছিলাম আমরা। চার লক্ষ টাকা করে দুই কিস্তিতে মোট আট লক্ষ টাকায় কেস দফারফা করতে চাপ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বৌমার চাকরি, বাচ্চাটার সুরক্ষার দায়িত্ব নিতে চাইছে। কিন্তু,  ছেলের মৃত্যুর সুবিচারের কথা কেউ একবারেও মুখ দিয়ে বলছে না। আমরা আতঙ্কে আছি। পুলিশ রাতে বাড়িতে এসে বিভিন্ন কাগজে সই করে নিতে পারে। আমি সিবিআই তদন্ত চাই।’  এদিকে গাড়িতে বসে মৃত্যুঞ্জয়ের স্ত্রী গৌরি বর্মন জানান, পুলিশ আবার কখন আসে, কখন উঠিয়ে নিয়ে যায়,  সেই ভয়ে আমরা বাড়ি ছাড়া রয়েছি।’ জাতীয় তপশিলি কমিশনের ভাইস চেয়ারপার্সন অরুণ হালদারের বক্তব্য, ‘বাংলায় তপশিলিদের উপর অত্যাচার হচ্ছে। তামিলনাড়ুতে অন্য দলের সরকার চলছে। তারা তো কখনই এমন করে না। আমি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নোটিশ পাঠাবো। না এলে সমন পাঠাবো। যদি তাতেও না আসে তাহলে অ্যারেস্ট করাবো। বাংলার রাজ্যপাল ও ভারতের রাষ্ট্রপতিকে বিষয়টি জানাবো। দরকার পড়লে আমরা কমিশনের পক্ষ থেকে সিবিআইকে কেস রেফার করে দেবো। মৃত্যুঞ্জয়ের পরিবারকে এমতাবস্থায় ছেড়ে চলে গেলে রাতের বেলায় পুলিশ প্রশাসন এসে ওদের জোর করে সই করিয়ে নিয়ে যেতে পারে। তাই ওদের সাথে নিয়ে গোপন আস্তানায় পৌঁছে দেবো।’

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

HS Result 2024 | সংসারে অভাব নিত্যসঙ্গী, দরিদ্রতাকে জয় করে উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল গাজোলের...

0
গাজোল: অষ্টম শ্রেণিতে পড়ার সময় মৃত্যু হয় বাবার। তারপর সংসারের হাল ধরেন বড় দিদি। টিউশন পড়িয়ে ছয়জন সদস্যের খাবার ব্যবস্থা এবং চার ভাই বোনের...

Madrasa Result | দিনমজুরি করে সংসার চালান বাবা, আইএএস অফিসার হতে চায় দুঃস্থ পরিবারের...

0
রাঙ্গালিবাজনা: পরিবারে আর্থিক অনটন নিত্যসঙ্গী। তবুও এবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষাপর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ৮২ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে দিনমজুরের ছেলে সাবির হোসেন। আলিপুরদুয়ার...

Road Accident | বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, জখম ২১

0
মাথাভাঙ্গা: যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন ২১ জন। বৃহস্পতিবার মাথাভাঙ্গা শহরের নবজীবন সংঘ এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন মাথাভাঙ্গা...

HS Result 2024 | স্বপ্ন আইনজীবী হওয়ার, দরিদ্রতাকে হারিয়ে উচ্চমাধ্যমিকের ফলাফলে তাক লাগাল নাগরাকাটার...

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: বাড়িতে অভাব নিত্যসঙ্গী। সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। বাবা হাটে হাটে সবজি বিক্রি করে কোনওরকমে সংসার চালান। তাতে কি। জেদ...

C. V. Ananda Bose | ১ ঘন্টা ১৯ মিনিটের ফুটেজ প্রকাশ্যে, শ্লীলতাহানিকাণ্ডে কী বোঝাতে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C. V. Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। রাজভবনের তরফে বুধবারই জানিয়ে দেওয়া...

Most Popular