Sunday, May 5, 2024
HomeMust-Read Newsবীজের মান যাচাইয়ে উত্তরবঙ্গে প্রথম ডিএনএ ল্যাব ইউবিকেভিতে

বীজের মান যাচাইয়ে উত্তরবঙ্গে প্রথম ডিএনএ ল্যাব ইউবিকেভিতে

দেবদর্শন চন্দ, কোচবিহার : ভেজাল বীজে চাষ করার পরিণতি কী হয় তা ভুক্তভোগী কৃষকমাত্রই জানেন। এর জেরে একদিকে যেমন আশানুরূপ ফসল উত্পাদন হয় না, অন্যদিকে, আর্থিক প্রচুর ক্ষয়ক্ষতিও হয়। তবে আর নয়। উত্তরবঙ্গের কৃষকদের জন্য সুখবর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় (ইউবিকেভি)-এ এবারে সিড ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ল্যাবরেটরি তৈরি হচ্ছে। এই বিশেষ ধরনের পরীক্ষাগারে বীজের জিনগত বৈশিষ্ট্য নির্ধারণ করা সম্ভবপর। পাশাপাশি, খুব সহজেই নকল বীজকে চিহ্নিত করা যাবে। এর ফলে কৃষকদের পাশাপাশি অর্থনীতিরও ভালো হবে।

ইউবিকেভি সূত্রে খবর, এই ধরনের পরীক্ষাগার উত্তরবঙ্গে এই প্রথম, রাজ্যে দ্বিতীয়। কলকাতার টালিগঞ্জে এধরনের একটি পরীক্ষাগার আছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা অধিকর্তার তত্ত্বাবধানে সোমবার থেকে ইউবিকেভি’র পরীক্ষাগারটিতে কাজ শুরু হয়েছে। আগামী বছরের গোড়া থেকে পরীক্ষাগারটি পুরোপুরিভাবে চালুর সম্ভাবনা রয়েছে। গোটা কাজটির জন্য প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হচ্ছে। মূলত কৃষক, বীজ ব্যবসায়ী, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সিড ডিস্ট্রিবিউটাররা এই পরীক্ষাগার থেকে বীজ পরীক্ষার সুযোগ পাবেন। সরকারি কৃষিজ সংস্থা, কৃষি দপ্তর বিনামূল্যে এই পরীক্ষাগার থেকে বীজ পরীক্ষার সুযোগ পাবে। সাধারণ কৃষকদের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলি থেকে বীজের মান পরীক্ষার জন্য সামান্য টাকা নেওয়া হবে।

গোটা বিষয়টিকে কেন্দ্র করে ইউবিকেভি’র সঙ্গে যুক্ত সবাই খুবই উচ্ছ্বসিত। বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য ডঃ দেবব্রত বসু বলেন, ‘উত্তরবঙ্গে এই প্রথম এধরনের কোনও পরীক্ষাগার তৈরি হচ্ছে। রাজ্য সরকার আমাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমরা গর্বিত।’ বিশ্ববিদ্যালয়ের গবেষণা অধিকর্তা ডঃ অশোক চৌধুরী বললেন, ‘এতদিন বীজের ডিএনএ পরীক্ষা করতে হলে কৃষক, বীজ ব্যবসায়ী ও কৃষি আধিকারিকদের বীজ সেই টালিগঞ্জে পাঠাতে হত। রাজ্যের কৃষি দপ্তরের সহযোগিতায় কোচবিহারে আমাদের এখানে এখন থেকে এই পরীক্ষা সম্ভব হবে।’ ইউবিকেভি সূত্রে খবর, টালিগঞ্জে যে পরীক্ষাগারটি রয়েছে সেই তুলনায় এখানকার পরীক্ষাগারটিকে অনেকটাই উন্নতমানের হিসেবে গড়ে তোলা হচ্ছে। এজন্য উন্নতমানের বহু আধুনিক যন্ত্রপাতি এখানে আনা হয়েছে।

সিড ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ল্যাবরেটরি আসলে কী? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতিতে একজন মানুষের ডিএনএ’র (ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড) সঙ্গে যেমন আরেকজন মানুষের ডিএনএ’র মিল ও অমিল বের করা যায়, সেভাবেই সিড ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতিতে কোনও বীজের সঠিক জাত নির্ণয়, বীজে কোনও ভেজাল রয়েছে কি না তা বের করা সম্ভব। যখন বীজ বিতরণ করা হবে তার আগেই এই পরীক্ষা হবে।

বীজের ভিতরের কোষ থেকে ডিএনএ বের করে বীজের মান পরীক্ষা করা হবে।  বীজের ডিএনএ আলাদা করে তার জিনগত বৈশিষ্ট্য নির্ধারণ করা হবে। যে কোনও মানের বীজ ইউবিকেভি’র এই পরীক্ষাগারে পরীক্ষা করা সম্ভব।

পরীক্ষার জন্য বীজ কলকাতায় পাঠাতে হলে একদিকে যেমন সময় লাগে অন্যদিকে, অনেকটা খরচও হয়। এবার থেকে ইউবিকেভিতে খুব কম খরচে বীজের মান পরীক্ষা সম্ভব হওয়ায় উত্তরবঙ্গ অনেকটাই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এই ধরনের পরীক্ষাগার চালাতে অভিজ্ঞ বিশেষজ্ঞদের প্রয়োজন হয়। আশার বিষয় বলতে, ইউবিকেভি’র কাছে এ ধরনের অভিজ্ঞ বিশেষজ্ঞরা রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডঃ অভিজিত্ কুণ্ডু ও ডঃ রূপসনাতন মণ্ডল ইউবিকেভি’র পরীক্ষাগারটির দায়িত্ব সামলাবেন।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Amit Shah | অমিত শায়ের ভিডিও বিকৃতির অভিযোগ, গ্রেপ্তার কংগ্রেস কর্মী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাযের বক্তব্যের একটি ভিডিও বিকৃত করার অভিযোগে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) জাতীয় কোঅর্ডিনেটর (সোশ্যাল মিডিয়া) অরুণ...
mango waffle recipe

ব্রেকফাস্টে নতুনত্ব কিছু চান? বানিয়ে নিন ‘আমের ওয়্যাফল’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্রীষ্মকাল মানেই আমের মরশুম। তাই শুধু শুধু আম না খেয়ে, পাকা আম দিয়ে বানিয়ে নিতে পারেন দারুন দারুন সব পদ।...

Death Case | স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, নিজের গলায় চাকু চালিয়ে আত্মঘাতী স্বামী!

0
কিশনগঞ্জ: এক দম্পতির রহস্যমৃত্যু (Death Case) ঘিরে চাঞ্চল্য ছড়াল বিহারের (Bihar) পূর্ণিয়ায় (Purnia)। স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর স্বামী নিজের গলায় চাকু চালিয়ে আত্মঘাতী...

S. Jaishankar | ভারতকে ‘জেনোফোবিক’ আখ্যা মার্কিন প্রেসিডেন্টের, পালটা জবাব জয়শংকরের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভারত সহ আরও কিছু দেশকে ‘জেনোফোবিক’ (Xenophobic) বলে আখ্যা দেওয়ার পরদিনই এই বিষয়ে মুখ খুললেন...

Asansol | পুলিশি অভিযানে হোটেল থেকে উদ্ধার তক্ষক, গ্রেপ্তার ৫

0
আসানসোল: অভিযান চালিয়ে একটি হোটেল থেকে বিরল প্রজাতির একটি তক্ষক (Tokay Gecko) উদ্ধার করল আসানসোল (Asansol) দক্ষিণ থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে...

Most Popular