Monday, May 6, 2024
HomeExclusiveMaynaguri | কচিকাঁচাদের ছোঁয়ায় রঙিন ফুলের বাগান

Maynaguri | কচিকাঁচাদের ছোঁয়ায় রঙিন ফুলের বাগান

বিদ্যালয়ের ভেতরেই ভেষজ উদ্ভিদের বাগান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ময়নাগুড়ি শহিদগড় উচ্চতর বিদ্যালয়। পড়ুয়াদের এই উদ্যোগে বেজায় খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

অর্ঘ্য বিশ্বাস, ময়নাগুড়ি: রাহুল, রাজা, পপি, পর্ণিকাদের হাত ধরে বিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরেই শুরু হয়েছে নানা রকমের সবজি ও ফুলের চাষ। বিদ্যালয়ের (School) ভেতরেই ভেষজ উদ্ভিদের বাগান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ময়নাগুড়ি শহিদগড় উচ্চতর বিদ্যালয়। পড়ুয়াদের এই উদ্যোগে বেজায় খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

শহিদগড় উচ্চতর বিদ্যালয়ে ৮৫০ জন পড়ুয়া রয়েছে। ১৯৬৫ সালে বিদ্যালয়ের পথ চলা শুরু। চলতি বছর দুর্গোপুজোর পর থেকে বিদ্যালয়ের ক্যাম্পাসে (Campus) একটি জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করে নানা প্রজাতির ফুল ও ফলের গাছ লাগাতে পড়ুয়ারা উদ্যোগী হয়। সেইমতো বিদ্যালয়ের পড়ুয়া রাজ দেবনাথ, রাহুল মল্লিক, পর্ণিকা ঘটক, পপি সরকার, বাবলি রায়েরা আগ্রহী হয় ক্যাম্পাসের ভেতরে নানা প্রজাতির ফুল চাষ করতে।

প্রায় দেড় মাসের প্রচেষ্টা শেষে ক্যাম্পাসের ভেতরে এখন রঙিন ফুলের সমাহার মন কাড়ছে সকলেরই। নানা প্রজাতির গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, পাতাবাহার, পিটুনিয়া সহ নানা ফুল রয়েছে তালিকায়। বিদ্যালয়ের শিক্ষক দীপক চক্রবর্তী বলেন, ‘পড়ুয়াদের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়, নানা রকমের ফুলের পাশেই সবজি চাষ করা হচ্ছে। ফুলের পাশাপাশি নানা প্রজাতির শীতকালীন সবজির অঙ্কুরোদ্গম করেছিল পড়ুয়ারা৷ বীজ থেকে বের হওয়া সেই চারা জমিতে রোপণ করেছে পড়ুয়ারা। সঙ্গে নানা ভেষজ উদ্ভিদ লাগানো হয়েছে ক্যাম্পাসের ভেতরে।’ আগামীতে বিদ্যালয়ের ক্যাম্পাসে উৎপাদিত সবজি মিড-ডে মিলে রান্নায় যাতে দেওয়া যায় তার চেষ্টা করা হবে বলে তিনি জানান।

পড়ুয়াদের এহেন উদ্যোগে এগিয়ে এসেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও (Teacher’s)। প্রতিদিন নিয়ম করে ক্লাসের পর নিদিষ্ট সময় বের করে বাগান পরিচর্যার কাজে হাত লাগাচ্ছেন সকলেই। রকমারি ফুলের বাহার মন কাড়ছে ছোট থেকে বড় সকলেরই। বিদ্যালয়ের আরেক শিক্ষক অজয় অধিকারী বলেন, ‘পড়ুয়াদের এই উদ্যোগে বিদ্যালয়ের সকলেই শামিল হয়েছেন। ফুল ও সবজির চাষের সঙ্গে নানা প্রজাতির গাছ লাগিয়ে সবুজায়নের লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের ক্যাম্পাসে এই বাগান দেখে সকলেরই মন ভরে যাচ্ছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত ভাদুড়ি বলেন, ‘ছাত্রছাত্রীদের সব সময়ই পরিবেশ বিষয়ে সচেতন করা হয়। প্রকৃতি ও পরিবেশকে ভালোবেসেই যে উদ্যোগ নিয়েছে পড়ুয়ার তা সত্যি খুবই আনন্দের।’

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Abhradeep of Siliguri making Esraj

Esraj | এসরাজ বানিয়ে তাক লাগাচ্ছেন শিলিগুড়ির অভ্রদীপ

0
সাগর বাগচী, শিলিগুড়ি: ছোট্ট ঘরটিতে প্রবেশ করতে গিয়ে কিছুক্ষণের জন্য থমকে যেতে হয়। হাতের ডানদিকে, টেবিলের ওপর রাখা সেগুন কাঠের টুকরো, স্কেল, পেন্সিল, হাতুড়ি,...

Tourist harassment | ঘুরপথে পাহাড়ে যাচ্ছে গাড়ি, দ্বিগুন ভাড়া চাইছেন চালকরা! অভিযোগ পর্যটকদের      

0
শিলিগুড়িঃ সোমবার সকাল থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হয়ে গেল কালিম্পং-সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক। রাস্তা সংস্কারের কারণে ১০ নম্বর জাতীয় সড়কের রবিঝোড়া থেকে...

Lok-sabha Election 2024 | রাত পোহালেই ভোট, ডিসিআরসি কেন্দ্রে পৌঁছতে চরম ভোগান্তির শিকার কর্মীরা

0
মালদা: রাত পোহালেই মালদায় (Lok Sabha Election Phase 3) ভোট। সোমবার সকাল থেকে প্রবল গরমকে উপেক্ষা করে ডিসিআরসি (DCRC) কেন্দ্রে যাওয়ার জন্য পর্যাপ্ত বাস...

Siliguri theft case | ফাঁকা বাড়িতে চুরি! শোরগোল শিলিগুড়িতে

0
শিলিগুড়ি: তারাপীঠে (Tarapith) পুজো দিতে গিয়েছিলেন দম্পতি। এরই মধ্যে ফাঁকা বাড়িতে ঢুকে চুরি (Siliguri theft case) করল দুষ্কৃতীরা! ঘটনায় শোরগোল পড়েছে শিলিগুড়ির (Siliguri) ডাবগ্রাম-ফুলবাড়ির...

Amethi | আমেঠিতে কংগ্রেসের পার্টি অফিসে দুষ্কৃতী হামলা, ভাঙচুর একাধিক গাড়ি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আগে আমেঠিতে (Amethi) কংগ্রেসের পার্টি অফিসে (Congress party office) হামলা চালাল কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। অফিসে হামলা চালানোর পাশাপাশি...

Most Popular