Sunday, April 28, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারসাকিলের পুকুরে তেষ্টা মেটাতে হাতি-গন্ডার, বন্যপ্রাণী-মানুষ সংঘাতের আশঙ্কা বন দপ্তরের

সাকিলের পুকুরে তেষ্টা মেটাতে হাতি-গন্ডার, বন্যপ্রাণী-মানুষ সংঘাতের আশঙ্কা বন দপ্তরের

মাদারিহাট: শুখা মরশুম পড়তেই জলদাপাড়ার বন্যপ্রাণীদের জল খাওয়ার ঠিকানা সাকিল আনসারির পুকুর। সন্ধ্যা নামতেই পুকুরে গন্ডার, হরিণ, বাইসন, বানর এবং হাতির দল চলে আসে। এরপর জল পান করে জঙ্গলের পথে রওনা দেয়। তাদের সুবিধার জন্য আবার সাকিল পুকুরে নামার রাস্তাও বানিয়ে দিয়েছেন। কয়েক বছর ধরে এভাবেই চলছে। তবে, যে কোনও মুহূর্তে বন্যপ্রাণী ও মানুষের সংঘাত ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন জলদাপাড়া নর্থ রেঞ্জের রেঞ্জ অফিসার রামিজ রজার। তিনি বলেন, ‘মানবিক দিক থেকে এই পুকুর তৈরি ভালো দিক। তবে বন্যপ্রাণীরা জলপান করতে লোকালয়ে না আসলেই ভালো। মানুষ-বন্যপ্রাণীর সংঘাত যে কোনও সময় ভয়ংকর হয়ে উঠতে পারে। কিন্তু ওদের তো আটকে রাখা যায় না। সেজন্য ওদের থেকে দূরে থাকা উচিত।’

শুখা মরশুমে জলদাপাড়ার বেশিরভাগ জলাশয় শুকিয়ে যায়। তখন জলতেষ্টা মেটাতে লোকালয়ে চলে আসে বন্যপ্রাণীরা। মধ্য মাদারিহাট পিংকি চৌপথিতে সাকিলের বাড়ি। বাড়ির সীমানা ঘেঁষেই জলদাপাড়া নর্থ রেঞ্জের জাতীয় উদ্যান। ওই উদ্যানের কোল ঘেঁষেই তিনি প্রায় ২৫ শতক জমিতে পুকুর তৈরি করেছেন চার বছর আগে। তাই জঙ্গল থেকে বেরিয়ে পুকুরে চলে আসে বন্যপ্রাণীরা। সাকিলের কথায়, ‘আমি দুটো উদ্দেশ্যে পুকুর তৈরি করেছি। মাছ চাষ করে রোজগার করা। আর শুখা মরশুমে বন্যপ্রাণীদের পানীয় জলের সংকট মেটাতে। পুকুর তৈরির কিছুদিন পর লক্ষ করলাম, সন্ধ্যার পর বাইসন, হরিণ হাতি ও বানর জলপান করতে পুকুরে আসছে। বিশেষ করে খরার মরশুমে। দুই বছর ধরে গন্ডারও চলে আসছে। জল পরিস্রুত রাখতে আমি নিয়মিত নানারকম কীটনাশক ব্যবহার করি। এলাকার বাসিন্দাদের আবেদন করেছি ওরা জলপান করতে আসলে যেন কেউ বাধা না দেয়।’ তবে যেভাবে মাদারিহাটের কিছু মানুষ জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে অবাধে ছোট গাছ কেটে নিয়ে যাচ্ছে তাতে বিপদ ডেকে আনছে বলে জানিয়েছেন তিনি।

এব্যাপারে মাদারিহাট রেঞ্জের রেঞ্জ অফিসার শুভাশিস রায় বলেন, ‘আমরা বন্যপ্রাণীদের জঙ্গলের বাইরে আসতে উদ্বুদ্ধ করতে পারি না। এর ফলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে।’

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Ramayana | রামের বেশে নতুন লুকে রণবীর, সীতার চরিত্রে কে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন ছবির লুক ফাঁস হল রনবীর কাপুরের। শনিবার নীতেশ তিওয়ারির নতুন ছবি ‘রামায়ণ’-এর সেট থেকে রাম-সীতার লুক প্রকাশ্যে এসেছে। ছবিতে...

Viral | হুবহু নরেন্দ্র মোদির মতো দেখতে! ফুচকা বিক্রেতাকে দেখে অবাক নেটপাড়া

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফুচকা বিক্রি করে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই দিন কাটাচ্ছিলেন। কিন্তু আচমকাই হয়ে গেলেন ভাইরাল (Viral)। এখন তাঁর চারদিকে ক্যামেরাম্যান,...
ragi waffale recipe

ব্রেকফাস্টে স্বাস্থ্যকর কিছু খেতে চান? বানিয়ে নিন ‘রাগি ওয়াফেল’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজ রোজ একই ব্রেকফাস্ট খেতে কারোরই ভালো লাগে না। রোজকার খাবার বড্ড একঘেয়ে হয়ে গেলে, নতুন কিছু বানিয়ে দেখতে পারেন।...

Malda | সরকারি কাজে নিযুক্ত ঠিকাদারের কাছে তোলা আদায়ের চেষ্টা, প্রাণে মারার হুমকি!

0
সৌরভ কুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: এলাকায় সরকারি কাজ করছিলেন এক ঠিকাদার। আর সেই কাজের জন্য ছয় লক্ষ টাকা তোলা চেয়ে ওই ঠিকাদারকে প্রাণে মারার হুমকি...

Raiganj | পুকুর ভরাট করছে শাসকদলের লোকজন! হুঁশ নেই প্রশাসনের

0
রায়গঞ্জ: ২০১৯ সালের ২৫ নভেম্বর জিতেন্দ্র সিং বনাম ভারতের পরিবেশ মন্ত্রকের মামলায় রায়ের ১৮-২১ অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল, যে কোনও ধরনের জলাশয় বন্ধে...

Most Popular