গয়েরকাটা: সোমবার জলপাইগুড়ি জেলা পরিষদের বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হল। জেলা পরিষদের সহকারী সভাধিপতি পদে নির্বাচিত হয়েছেন বানারহাট-১ জেলা পরিষদ আসনে জয়ী তৃণমূল কংগ্রেস সদস্য তথা গয়েরকাটার বাসিন্দা সীমা চৌধুরী। এলাকার গৃহবধূর সাফল্যে খুশি বাসিন্দারা। বোর্ড গঠনের পর সীমাদেবী গয়েরকাটায় ফিরে আসতেই তাঁকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গয়েরকাটায় তাঁকে নিয়ে মিছিলের আয়োজনও করা হয়। ধূপগুড়ি ব্লক ভেঙে বানারহাট ব্লক গঠন হওয়ার কারণে এবার প্রথম গয়েরকাটার বাসিন্দা হিসেবে সীমাদেবী জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য হয়েছেন। এদিন তিনি সহকারী সভাধিপতি নির্বাচিত হওয়ায় তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে এলাকায়। সীমাদেবী যে যে প্রতিশ্রুতি ভোটের আগে দিয়েছিলেন তার বাস্তবায়নে তিনি সচেষ্ট হবেন বলে আশা গ্রামবাসীর।
বানারহাট ব্লকের সাঁকোয়াঝোরা-১ ও বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত বানারহাট-১ জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থীকে ১৫৬৭ ভোটে হারিয়ে জয়ী হন সীমাদেবী। তিনি গতবার বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্বভার সামলেছেন। সীমা চৌধুরী বলেন, ‘আগামীতে জেলাবাসী ও আমার নির্বাচন ক্ষেত্রের উন্নয়নে সচেষ্ট হব।’
তৃণমূলের সাঁকোয়াঝোরা-১ অঞ্চল সভাপতি মানস রঞ্জন ঠাকুর বলেন, ‘প্রথমত জেলা পরিষদ আসনে এলাকার কোনও ব্যক্তির প্রার্থী হওয়া এবং তারপর জয়ী হয়ে জেলা পরিষদের সহকারী সভাধিপতির পদ পাওয়া আমাদের কাছে একটা বড় পাওনা। আগামীতে ওঁনার হাত ধরে এলাকার উন্নয়ন হবে সে ব্যাপারে আমরা নিশ্চিত।’