Tuesday, May 7, 2024
Homeজাতীয়'বোনের জন্য জান কবুল', সোচ্চার গিরিধারী যাদব

‘বোনের জন্য জান কবুল’, সোচ্চার গিরিধারী যাদব

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: ‘আমার বোন কার সঙ্গে সম্পর্কে রইল, কার সঙ্গে কোথায় গেল, না গেল, সেটা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। এ নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা কারুর নেই। কিন্তু এ দিন সেই ভুলই করেছেন এথিকস কমিটির সভাপতি বিনোদ কুমার সোনকার। এর কঠিন মূল্য চোকাতে হবে তাঁকে’ – ফোনের ওপারে এই ভাষাতেই গর্জে উঠলেন বিহারের বাঁকা নির্বাচনী কেন্দ্রের জেডিইউ’র বাহুবলী সাংসদ গিরিধারী যাদব।

বিহার রাজ্য বিধানসভার চারবারের বিধায়ক, তিনবারের লোকসভা সাংসদ, নীতিশ কুমারের ঘনিষ্ঠজন গিরিধারী যাদব, স্বয়ং লোকসভা এথিকস কমিটির ১৫ জন সদস্যের অন্যতম। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র’র বিরুদ্ধে আনা ‘টাকা নিয়ে প্রশ্ন’ মামলার তদন্তে এদিন তিনিও হাজির ছিলেন এথিকস কমিটির বৈঠকে। মহুয়া মৈত্রকে যখন একের পর এক আপত্তিকর প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কমিটি চেয়ারম্যান বিনোদ কুমার সোনকার, উঠে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেন তিনি; পরে কমিটি থেকে ওয়াক আউটও করেন। এদিন একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিনোদ সোনকার নিতান্তই পুতুল। তাঁর কোনো ক্ষমতাই নেই। বিজেপির শীর্ষ মহল তাঁকে যে প্রশ্ন করতে বলেছে, তিনি তা-ই করেছেন। কিন্তু এতটা নীচে নামবেন সেটা ভাবিনি।’

গিরিধারী জানাচ্ছেন, ‘উনি (সোনকার) তো সাক্ষীদের নামই ঠিক করে উচ্চারণ করতে পারেন না। জয় অনন্ত দেহাদ্রিকে ‘দেশাই’ ‘দেশাই’ বলে গেলেন সারাক্ষণ। তাঁর দলের লোকেরাই সংশোধন করিয়ে দিয়েছেন বহুবার।’ যাদব বলেন, ‘উনি (সোনকার) যে সব প্রশ্ন করেছেন, তা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলেন খোদ সুনীতা দুগগল, অপরাজিতা ষড়ঙ্গীর মতো বিজেপির মহিলা সাংসদরাও। তাঁরা মাথা নীচু করে বসেছিলেন। এখানে তো মনে হচ্ছিল দ্রোপদীর বস্ত্রহরণ হচ্ছিল। অত্যন্ত লজ্জার এই ঘটনা।’ গিরিধারী জানাচ্ছেন, ‘সাংসদ পদ থাকুক না থাকুক, এই অপমানের বদলা নেবই। বিজেপির মহিলা সাংসদরাও আমার বোনের মতো। মহুয়াজিও তাই। এটা সকলের অপমান। সোনকারের উচিত অবিলম্বে পদত্যাগ করা।’

জেডিইউ’র নেতা জানাচ্ছেন, ‘আমি বিহারের অনুন্নত প্রদেশের প্রতিনিধি, কিন্তু বিজেপির মত এতটা কট্টর রক্ষণশীল নই। আমারও বোন আছে, একাধিক বোন আছে। আমার বোন কবে কার সঙ্গে সাক্ষাৎ করল, সম্পর্কে এল সেটা তার বিষয়, আমি সেখানে প্রশ্ন করতে পারি না। অন্য কেউ তার চরিত্রহনন করতে চাইলে তাকেও ছেড়ে দেব না।’ ভবিষ্যতে এই নিয়ে লোকদভার স্পিকার এমনকি রাষ্ট্রপতির কাছেও যাওয়ার কথা ভাবছেন বিরোধীরা, জানিয়েছেন গিরিধারী যাদব। এদিন জানা গিয়েছে, মধ্যপ্রদেশ বিজেপির সাংসদ বিষ্ণুদত্ত শর্মাও মহুয়াকে ব্যক্তিগত প্রশ্ন না করে তদন্তনির্ভর প্রশ্ন করার জন্য বলেন। এই বিষয়ে বিষ্ণুদত্ত শর্মাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘যা বলার কমিটিতে বলেছি। বাইরে এ নিয়ে কিছু বলব না।’ কমিটি সদস্য বিজেপির মহিলা সাংসদরাও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sheikh Shahjahan | সন্দেশখালির স্টিং ভিডিও কি সত্যি? জানাল শাহজাহান শেখ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) ভাইরাল ভিডিও (Viral video) নিয়ে মুখ খুললেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। মঙ্গলবার আদালতে যাওয়ার সময় সাংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে...

SSC Recruitment Case | ঝুলে রইল চাকরিহারাদের ভবিষ্যৎ, ১৬ জুলাই ফের শুনানি সুপ্রিম কোর্টে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১৬ জুলাই ফের শুনানি সুপ্রিম কোর্টে। প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় মঙ্গলবার একথা জানাল শীর্ষ আদালত। ওইদিন সব...

Sukanta Majumdar | সন্দেশখালির স্ট্রিং অপারেশনের ভিডিওকাণ্ডে যুক্ত পুলিশ, চাঞ্চল্যকর দাবি সুকান্ত মজুমদারের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় রাজ্যের রাজনীতি। বিজেপি নেতার কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওকে হাতিয়ার করে নির্বাচনের ময়দানে...

Uttar Pradesh | বিশ্ববিদ্যালয়ের জলের ট্যাংক থেকে উদ্ধার মহিলার দেহ! পলাতক অভিযুক্ত স্বামী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের ছাদে থাকা জলের ট্যাংক থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গ্রেটার নয়ডায় গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের...

Mamata Banerjee | ‘১০ লক্ষ চাকরি তৈরি রয়েছে, আইনি প্যাঁচে আটকে যাচ্ছে’, পুরুলিয়ায় দাবি...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘রাজ্যে ১০ লক্ষ চাকরি তৈরি রয়েছে।’ মঙ্গলবার এসএসসি মামলার (SSC Recruitment Case) শুনানির মাঝেই পুরুলিয়ায় (Purulia) নির্বাচনি সভা (Vote Campaign)...

Most Popular