উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল (SSC Recruitment Case) নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি চলছে। শুনানিতে প্রধান বিচারপতির একের পর এক ধারালো প্রশ্নের মুখে পড়তে হয় এসএসসি (SSC) ও রাজ্য সরকারকে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Justice D Y Chandrachud) বলেন, ‘এটা পরিকল্পিত জালিয়াতি। সরকারি চাকরি বর্তমান সময়ে খুবই অপ্রতুল এবং তা সামাজিক নিশ্চয়তার আঙ্গিকে দেখা হয়। নিয়োগ প্রক্রিয়াই যদি কালিমালিপ্ত হয়, তাহলে গোটা ব্যবস্থায় আর অবশিষ্ট কী থাকে? মানুষ আস্থা হারিয়ে ফেলবে। সেটা ফেরাবেন কী করে!’
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেন এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত। তিনি সওয়াল করে এক্তিয়ারের বাইরে গিয়ে চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এরপরই প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘ওএমআর শিট এবং স্ক্যান কপিগুলো কি নষ্ট করে ফেলা হয়েছে?’ জবাবে আইনজীবী জয়দীপ গুপ্ত বলেন, ‘হ্যাঁ’। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রশ্ন ‘এত স্পর্শকাতর একটা বিষয়। তারপরেও আপনারা ওএমআর শিট স্ক্যান করাতে টেন্ডার ডাকেননি কেন?’ যার সদুত্তর দিতে পারেননি এসএসসির আইনজীবী।
প্রধান বিচারপতি ফের বলেন, ‘ব্যাপারটা আউটসোর্স করে আপনারা গোটা প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট করেছেন।’ প্রধান বিচারপতি জানান, স্কুল সার্ভিস কমিশন হিসাবে আপনাদের দায়িত্ব ছিল ওএমআর শিটের মিরর ডিজিটাল কপি রাখা। জবাবে এসএসসির আইনজীবী বলেন, ‘সেটা নাইসের কাছে রয়েছে।’
কিন্তু এসএসসির আইনজীবীর বক্তব্যকে গুরুত্ব না দিয়ে, প্রধান বিচারপতি বলেন, ‘কিন্তু সিবিআই তো তা পায়নি। আপনাদের কাছে ছিল না। আউটসোর্স করা হয়েছিল। এর থেকে বড় নিয়মভঙ্গ কী হতে পারে! সাধারণ মানুষের তথ্য আপনারা একটা সংস্থার হাতে ছেড়ে দিয়েছেন।’