Saturday, May 4, 2024
HomeBreaking News‘রাজ্যপাল কালো শয়তান’, সিভি আনন্দ বোস সম্পর্কে কদর্য ভাষায় আক্রমণ মদন মিত্রের...

‘রাজ্যপাল কালো শয়তান’, সিভি আনন্দ বোস সম্পর্কে কদর্য ভাষায় আক্রমণ মদন মিত্রের   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গায়ের রং নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মন্ত্রী অখিল গিরি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ভর্ৎসনাও করেছিলেন। এবার রাজ্যপালের গায়ের রং নিয়ে কটাক্ষ করলে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মদন মিত্র রাজ্যপালকে ‘কালো শয়তান’ বলে কটুক্তি করেন। মদন মিত্রের এহেন মন্তব্যের পর শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও এতটুকুও হেলদোল নেই মদনের।

কেন মদন কালো শয়তান বলে কটক্তি করেছেন রাজ্যপালকে? পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে হিংসা নিয়ে বৃহস্পতিবার কড়া বিবৃতি দিয়েছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাতে তিনি বলেছিলেন, ‘এই সন্ত্রাস চলতে পারে না। শয়তানের খেলা শেষ হওয়া উচিত।’ রাজ্যপালের এই মন্তব্যের পরই শুক্রবার কদর্য ভাষায় পাল্টা আক্রমণ করে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

এদিন মদন মিত্র বলেন, ‘রাজ্যপাল কী শয়তানের খেলা দেখেছেন এখনও? ওঁর চেহারাটাই শয়তানের মতো। কালো শয়তান। কেলে শয়তান যাঁকে বলে!’ এখানেই না থেমে মদন আরও বলেন, ‘আমি মদন মিত্র বলছি, লিখে রেখে দিন। ১১ জুলাই পঞ্চায়েতের ফল বেরোবে। ওইদিন রাজ্যপালকে পদত্যাগ করতে হবে।’

মদন বলেন, রাজ্যপাল উস্কানি দিচ্ছেন। তিনি যে ধরনের কথা বলছেন, বিবৃতি দিচ্ছেন, তাতে উত্তেজনা, সন্ত্রাস বাড়বে। রাজ্যপাল যদি বাপের বেটা হন তাহলে মণিপুরে যান। দরকারে আমি মদন মিত্র ওঁর সঙ্গে যাব। ইনি রাজ্যপাল না হরিদাস পাল? ওঁর চেয়ে আমাদের পরেশ পালের স্ট্যান্ডার্ড অনেক ভাল।’

তবে রাজ্যপালের গায়ের রং নিয়ে একজন জনপ্রতিনিধির কথা বলা কতটা রুচিশীল বা শিষ্টাচারের মধ্যে পরে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে তৃণমূলের মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গায়ের রং নিয়ে মন্তব্য করে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ভর্ৎসনাও করেছিলেন। রাজ্যপালের সম্পর্কে কদর্যভাষায় মন্তব্য করার জন্য মদন মিত্রের বিরুদ্ধে দল কী ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mamata Banerjee | ‘সন্দেশখালি নিয়ে ভালো নাটক করেছে’, বিজেপিকে বিঁধলেন মমতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিডিটাল ডেস্ক: ‘সন্দেশখালি নিয়ে ভালো নাটক করেছে’, এভাবেই বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নদিয়ার চাকদা দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। মমতা...

IILS | আইআইএলএসে দু’দিনের কর্মশালা, হাজির প্রতিবেশী দেশের বিচারপতিরা

0
শিলিগুড়ি: ডিসপ্লেসমেন্ট অফ জাস্টিস-এর (Displacement of Justice) ওপর দু’দিনের কর্মশালার আয়োজন করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ (IILS)। শনিবার কলেজের সেমিনার কক্ষে আন্তর্জাতিক এই...

Arvinder Singh Lovely | দিল্লি কংগ্রেস সভাপতির পদ ছেড়েছিলেন, এবার বিজেপিতে যোগ লাভলির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আম আদমি পার্টির সঙ্গে জোট (AAP-Congress alliance) মানতে না পেরে কিছুদিন আগেই দিল্লি কংগ্রেস সভাপতি পদ (Delhi Congress chief) থেকে...
Repeated attacks of leopards on the school campus

Leopard | বারবার স্কুল ক্যাম্পাসে চিতাবাঘের হানা, আতঙ্ক ডিমডিমায়

0
বীরপাড়া: ডিমডিমা চা বাগানে ডিমডিমা ফাতেমা হিন্দি হাইস্কুল চত্বরে বারবার ঢুকে পড়ছে চিতাবাঘ(Leopard)। এর ফলে আতঙ্কিত স্কুল কর্তৃপক্ষ সহ চা শ্রমিকরা। সোমবার বিকেলে স্কুল(School)...

Sandeshkhali | ‘ওঁকে ভয় দেখিয়ে বলানো হয়েছে’, গঙ্গাধরের পাশে দাঁড়িয়ে মন্তব্য রেখার

0
সন্দেশখালি: ‘ওঁকে ভয় দেখিয়ে বলানো হয়েছে’, গঙ্গাধর কয়ালের পাশে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। শনিবার সন্দেশখালি সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল...

Most Popular