Sunday, April 28, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারপুজোর আগেই আলিপুরদুয়ার থেকে ফের সরকারি বাস কলকাতায়

পুজোর আগেই আলিপুরদুয়ার থেকে ফের সরকারি বাস কলকাতায়

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার : এনবিএসটিসির বন্ধ হয়ে যাওয়া পরিষেবা চালু হচ্ছে পুজোর আগেই। মাসখানেক আগে পরিকাঠামোগত সমস্যার জেরে বন্ধ হয়ে গিয়েছিল আলিপুরদুয়ার থেকে কলকাতাগামী বাস পরিষেবা। মহালয়ার আগে ফের আলিপুরদুয়ার-কলকাতা রুটে সেই সরকারি বাস পরিষেবা চালু করা হচ্ছে। সেজন্য অন্যান্য ডিপো থেকে ৩টি বাসও নিয়ে আসা হচ্ছে নিগমের আলিপুরদুয়ার শহরের ডিপোয়।

গত জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু ওই বাস পরিষেবা চালু ছিল। যদিও এই রুটে তখন একটি মাত্র সরকারি বাসই চলত। ওই বাস পরিষেবা প্রায় দু’মাস আগে বন্ধ হয়ে যাওয়ায় নিত্যযাত্রী থেকে ব্যবসায়ী, এমনকি পর্যটকরাও সমস্যায় পড়েছেন। ট্রেনের টিকিট না পেলে আচমকা কলকাতা যাওয়ার প্রয়োজন হলে আলিপুরদুয়ার জেলার বাসিন্দাদের ভরসা ছিল এনবিএসটিসির ওই সরকারি বাসই। পুজোর আগে তো এই রুটে চাহিদা বাড়েই। ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটক ও জেলার সাধারণ বাসিন্দারাও এই বাস রুট আবার চালু করার দাবি তুলেছিলেন। সেই দাবিতেই সরব হয় বিভিন্ন সংগঠন।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ‘মহালয়ার আগেই আমরা কলকাতা রুটে বাস পরিষেবা চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি। যাত্রী পরিষেবার স্বার্থে ওই রুটটি শীঘ্রই চালু করা হবে।’

কিন্তু সেই পরিষেবা এর আগে বন্ধ হয়েছিল কেন? সমস্যা দেখা দেয় ১৫ বছরের বেশি বয়সের পুরোনো সরকারি বাস পরিষেবা বাতিল করার পর থেকেই। গত ৩ অগাস্ট থেকে বিভিন্ন রুটে আলিপুরদুয়ার ডিপোর ১৯টি পুরোনো বাস চালানো বন্ধ করে দেওয়া হয়েছে। বাসের সংখ্যা কমে যাওয়ায় আলিপুরদুয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটেও বাস পরিষেবা বিঘ্নিত হয়েছে। কলকাতা রুটে বাস পরিষেবা বন্ধ করাই শুধু নয়, অসমের বঙ্গাইগাঁও রুটেও বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সেসবের বদলে ওইসব রুটের বাসকে আলিপুরদুয়ার-শিলিগুড়ি, আলিপুরদুয়ার-কোচবিহারের মতো রুটে চালানো হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, ওইসব রুটে প্রতিদিন যাত্রী হয়। আর প্রতিদিনই যাত্রীর চাপ থাকে।

কিন্তু আলিপুরদুয়ার শহর থেকে কলকাতা পর্যন্ত সরকারি তো বটেই, কোনও বেসরকারি বাস পরিষেবাও নেই। তাই এনবিএসটিসি সেই পরিষেবা বন্ধ করে দেওয়ার পর স্বভাবতই শহরের বাসিন্দা ব্যাপক সমস্যায় পড়েন। আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতির সভাপতি রানা চক্রবর্তী বলেন, ‘পুজোর মরশুমে এখন অনেক ব্যবসায়ীকে দোকানে মাল তোলার জন্য কলকাতা, নবদ্বীপ, ফুলিয়া যেতে হয়। আলিপুরদুয়ার-কলকাতা রুটে একমাত্র সরকারি বাস পরিষেবা বন্ধ হওয়ায় ব্যবসায়ী ও জেলার বাসিন্দাদের ভোগান্তি হচ্ছে।’ মহালয়ার আগে ওই বাস পরিষেবা চালু হলে ব্যবসায়ী মহল যে বিশেষভাবে উপকৃত হবে, সেকথা জানিয়েছেন রানা।

এছাড়া আলিপুরদুয়ার পর্যটনের জেলা, বহু পর্যটক বাসে চেপেও এখানে বেড়াতে আসেন। তাই সরকারি বাস পরিষেবা চালুর পাশাপাশি এসি আধুনিক বাস এখান থেকে চালানো হলে তাতে নিগমের লাভ হবে, সুবিধা হবে ব্যবসায়ী থেকে পর্যটকদেরও।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের যে ডিপোতে প্রয়োজনের থেকে বেশি সংখ্যক গাড়ি রয়েছে, সেই সকল  ডিপো থেকে বাস আলিপুরদুয়ার ডিপোতে পাঠানোর উদ্যোগ নিয়েছে পরিবহণ দপ্তর। রাজ্যের পরিবহণ দপ্তরও চাইছে আলিপুরদুয়ার-কলকাতা রুটের বাস পরিষেবা দ্রুত চালু হোক। তবে বাসের ঘাটতি মেটাতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি পরিবহণ নিগম যাত্রী পরিষেবাকেও গুরুত্ব দিতে পদক্ষেপ শুরু করেছে। আপাতত নতুন বাস আলিপুরদুয়ার ডিপোয় না এলেও পুরোনো যেসব বাসের ‘স্বাস্থ্য’ ভালো, সেগুলি দিয়েই ওই বন্ধ হয়ে যাওয়া পরিষেবা আবার চালু করা হবে।

তবে এনবিএসটিসির বাসের সমস্যা কিন্তু মিটছে না। আলিপুরদুয়ার-শিলিগুড়ি রুটে আগে ১০টি বাস চলত। এখন ৮টি বাস চলছে। কোচবিহার-আলিপুরদুয়ার রুটে আগে ১০টি বাস চললেও, এখন চলছে ৬টি বাস। জোড়াই-শিলিগুড়ি রুটে আগে ৫টি বাস চলাচল করত। এখন চলছে ৪টি বাস। বাসের ঘাটতি পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ ওই রুটগুলিতেও অতিরিক্ত যাত্রীদের বাড়তি চাপ এখনই কমছে না বলে মনে করছেন সংস্থার কর্মীরা।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sand Smuggling | পুলিশের জালে ‘চুনোপুঁটি’, বীরপাড়ায় অধরা বালি পাচারের পান্ডারা

0
মোস্তাক মোরশেদ হোসেন, বীরপাড়া: দীর্ঘদিন ধরে রাতেরবেলা বেআইনিভাবে বালি পাচার (Sand Smuggling) করা হচ্ছে মাদারিহাট-বীরপাড়া ব্লকের বিভিন্ন নদী থেকে। এতে লোকসান হচ্ছে লিজহোল্ডারদের। প্রাপ্য...
Jalpaiguri's ashish have kept the cassette alive even today in the online age

Cassette | অনলাইন যুগে আজও ক্যাসেট বাঁচিয়ে রেখেছে জলপাইগুড়ির আশিষ

0
অনীক চৌধুরী, জলপাইগুড়ি: এখন কারও গান শুনতে ইচ্ছা করলে স্পটিফাই, গানা কিংবা ইউটিউবের বাইরে যেতে হয় না। বর্তমান যুগে অডিও ক্যাসেট, সিডি কিংবা ভিসিডি...

Lok sabha election 2024 | ‘সিপিএমের সঙ্গে জোটে আপত্তি ছিল, ওরা শোনেনি’, মালদায় কংগ্রেসকে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার সুজাপুরের সভা থেকে বাংলার কংগ্রেস-সিপিএমের জোট নিয়ে খড়গহস্ত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ...

Teacher Recruitment Scam | চাকরি গেল ক্যানসার আক্রান্ত শিক্ষকের

0
প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: তাঁর শারীরিক পরিস্থিতির সঙ্গে অনেকটা মিল খুঁজে পাওয়া যাবে সোমা দাসের। কিন্তু ‘ভাগ্য’টা সোমার মতো হয়নি। বীরভূমের সোমা ছাড় পেয়েছেন। ফাঁসিদেওয়ার...
school teacher of Tufanganj cultivated 70 local and foreign varieties of mangoes

Mango Cultivation | দেশি-বিদেশি ৭০ প্রজাতির আম চাষ করেছেন তুফানগঞ্জের স্কুল শিক্ষক, ফলনও নজরকাড়া

0
তুফানগঞ্জ: তুফানগঞ্জের(Tufanganj) মাটিতে দেশি ও বিদেশি আমের চাষ(Mango Cultivation) করে নজর কেড়েছেন পেশায় স্কুল শিক্ষক রূপম পাল। তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরানফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা...

Most Popular