Sunday, May 19, 2024
Homeজাতীয়নৈশভোজের আসরে তিস্তা নিয়ে চর্চায় নজর হাসিনার

নৈশভোজের আসরে তিস্তা নিয়ে চর্চায় নজর হাসিনার

নয়াদিল্লি: সব কিছু ঠিকঠাক চললে, আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনের ‘দরবার হলে’ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তিস্তার জলবণ্টন চুক্তি নিয়ে কথা পারবেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, ওই নৈশভোজের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘একান্তে’ কথা বলবেন বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে। যেহেতু হাতে সময় কম, তাই দিল্লি ছাড়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি ভবনের অলিন্দে তিস্তা চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে মরিয়া চেষ্টা চালাবেন বঙ্গবন্ধু কন্যা হাসিনা। এই মুহূর্তে সেদিকেই নজর তাঁর।

প্রসঙ্গত, জি-২০ সম্মেলনে অংশগ্রহণকারী সব রাষ্ট্রনায়ক সহ রাজনৈতিক দলনেতাদের আসন্ন ৯ সেপ্টেম্বর বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পেয়েছেন আমন্ত্রণ। রাষ্ট্রপতির আমন্ত্রণ পত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র বদলে ‘প্রেসিডেন্ট অফ ভারত’-র উল্লেখ থাকায় প্রবল বিতর্ক শুরু হয়েছে৷ ‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’ এই বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্লি আসছেন, অংশ নেবেন নৈশভোজেও। নৈশভোজে অংশ নেবেন বাংলাদেশ প্রধানমন্ত্রী হাসিনাও। মমতার সঙ্গে রাষ্ট্রপতি ভবনেই তাঁর সাক্ষাতের সম্ভাবনা। আর এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ হাসিনা। প্রয়োজনে দরবার হলে একান্তে তিস্তার ‘পানি’ নিয়ে মমতার সঙ্গে আলোচনা করবেন তিনি, দাবি সূত্রের।

ডিসেম্বরে বাংলাদেশে সাধারণ নির্বাচন। ঠিক তার আগে শেষবার জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন হাসিনা। হাতে সময় কম। এবারের দিল্লি সফরে সামিটে যোগ দেওয়ার পাশাপাশি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন হাসিনা। ওই বৈঠকেও উঠতে পারে তিস্তা ইস্যু। যদিও হাসিনা ভালো মতই জানেন, তিস্তার ‘পানি’ পেতে হলে মমতার মন ভেজানো জরুরি। নদী বা জলসম্পদ রাজ্য সরকারের এক্তিয়ারাধীন বিষয়। তাই তৃণমূল সভানেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতার সাড়া না পেলে তিস্তা নিয়ে জট কাটা অসম্ভব, সে কথা ভালো মতনই জানেন শেখ হাসিনা।

জানা গিয়েছে, ৮ সেপ্টেম্বর দিল্লি আসতে চলেছেন শেখ হাসিনা। ৯ সেপ্টেম্বর দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরদিনেই কলকাতায় ফিরে আসবেন তিনি। এখনও পর্যন্ত তাঁর যা শিডিউল সেই অনুযায়ী দিল্লি থেকে ফিরে স্পেনের উদ্দেশে রওনা হতে পারেন মুখ্যমন্ত্রী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঝটিকা দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Raiganj | ত্রিপুরার ব্যবসায়ী খুন কাণ্ড, রায়গঞ্জ থেকে ধৃত মূল পাণ্ডা

0
রায়গঞ্জ: অবশেষে ধরা পড়ল ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুর্গাপ্রসন্ন দেব খুনের মূল পাণ্ডা রাকেশ বর্মন (৩৩)। রায়গঞ্জ থানা ও ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে রায়গঞ্জ শহরের...

Kidnap | যুবতীকে অপহরণ! অপহৃতার খোঁজে তল্লাশি পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্তের কাকা    

0
রায়গঞ্জঃ এক তরুণীকে অপহরণ করে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগে মূল অভিযুক্তের কাকাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম টুলু...

WhatsApp | হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে স্ত্রীকে তিন তালাক, শ্রীঘরে স্বামী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন স্বামী। সেই মেসেজ খুলতেই স্ত্রী শুনতে পেলেন তালাক তালাক তালাক। এমনই অভিনব কায়দায় স্ত্রীকে তিন তালাক...

Manikchak | স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ের প্রস্তাব, মুখ ফেরাতেই ধর্ণায় প্রেমিকা

0
মানিকচকঃ একেই কি বলে প্রেমের ফাঁদ? তিন বছরের প্রেম। বছরখানেক আগে বাড়ির মতে অন্যত্র বিয়ে করেছিলেন। সংসারও চলছিল ভালোভাবে। কিন্তু ফের ফিরে আসে প্রেমিক।...

Raiganj | হিমালয়ের কোলে দাঁড়িয়ে উচ্চপ্রাথমিকে নিয়োগের দাবি

0
রায়গঞ্জ: বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০ বছর পেরিয়ে গিয়েছে। হাইকোর্টের বিচারপতির এক খোঁচায় সরকারি প্যানেল বাতিল হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার পর আরও...

Most Popular