উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক সিভিক ভলান্টিয়ারকে পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল দক্ষিণ দিনাজপুরের তপন ব্লক তৃণমূল সভাপতি অনাদি লাহিড়ির বিরুদ্ধে। তাঁর টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হয়। এবার সেই নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই তৃণমূল নেতাকে সাত দিনের মধ্যে দলীয় পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত তাঁর জায়গায় নতুন কোনও নেতাকে দায়িত্ব দেওয়া হয়নি বলে খবর।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছিলেন, তপনের ব্লক সভাপতি অনাদি লাহিড়ী কনস্টেবলের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য এক সিভিক ভলান্টিয়ারের কাছ থেকে টাকা নিয়েছিলেন। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিষেককে আক্রমণ করেছিলেন সুকান্ত। যা নিয়ে জেলার রাজনীতিতে শোরগোল পড়ে যায়। তারপরই তৃণমূল নেতাকে দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ দেন অভিষেক। যদিও এবিষয়ে অনাদির কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর দাবি, ‘অনাদির বিরুদ্ধে এর আগেও প্রচুর টাকা তোলার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা হবে। আমরা প্রয়োজনে আদালতে যাব।’