খড়িবাড়ি: ওয়ার্ক অর্ডার অনুযায়ী নিকাশিনালা তৈরির কাজ না হওয়ার অভিযোগে প্রতিবাদে সরব হলেন স্থানীয়রা। খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের ওয়ারিশজোত এলাকার ঘটনা। সমস্যা সমাধানে বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক আধিকারিকরা এলাকায় এলে উত্তেজনা চরমে ওঠে। বিডিও সমস্যা সমাধানের আশ্বাস দেন।
ওয়ারিশজোত এলাকায় পঞ্চদশ অর্থ কমিশনের ১০ লক্ষ টাকা ব্যয়ে ২৬৫ মিটার নিকাশিনালার কাজ শুরু হয়। পঞ্চায়েতের কাস্টডিয়ান পিরিয়ডে ২০২১ সালের ৩১ ডিসেম্বর কাজটির ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। ওয়ার্ক অর্ডার অনুযায়ী, নিকাশিনালার নির্মাণকাজ স্থানীয় ভোলানাথ সিংহের বাড়ি থেকে সুনীল সিংহের পুকুর পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু বিমল সিংহের বাড়ি পর্যন্ত গিয়ে নালার মুখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এদিকে নিকাশিনালার দিক পরিবর্তন করায় নালা তৈরির জন্য জায়গা ছাড়তে চাইছেন না জমির মালিকরা। এই নিয়ে তাঁরা খড়িবাড়ি বিডিও’র কাছে অভিযোগ জানান।
এদিন দুপুরে সমস্যা সমাধানের জন্য সেখানে আসেন বিডিও নিরঞ্জন বর্মন, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহা, রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সান্তনা সিংহ সহ আরও অনেকে। ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ না হওয়ায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, ওয়ার্ক অর্ডার অনুযায়ী নিকাশিনালা তৈরির কাজ করা হোক। বিডিও সহ অন্যরা জমির মালিকদের সঙ্গে কথা বলেন। বিডিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে দ্রুত বৈঠক ডেকে সমস্যা সমাধানের জন্য প্রধানকে নির্দেশ দেন।