Tuesday, May 21, 2024
Homeজাতীয়কেন্দ্রের সমালোচনায় সরব ডেরেক, 'ড্রামাবাজ' বলে কটাক্ষ ধনকরের

কেন্দ্রের সমালোচনায় সরব ডেরেক, ‘ড্রামাবাজ’ বলে কটাক্ষ ধনকরের

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: রাজ্যসভায় দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে আলোচনা চলাকালীন সোমবার আবারও উত্তপ্ত বাকবিতন্ডায় জড়ালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। এর আগেও একাধিকবার বাদানুবাদে জড়িয়েছেন ডেরেক এবং ধনকর। এদিন ডেরেককে ‘ড্রামাবাজ’ বলে কটাক্ষও করেন রাজ্যসভার চেয়ারম্যান।

এদিন দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় নীতি, বিশেষ করে যুক্তরাষ্ট্রীয় নীতিপঙ্গুতা নিয়ে মোদি সরকারকে তীব্র কটাক্ষ করেন ডেরেক ও’ব্রায়েন। তিনি প্রশ্ন তোলেন, “স্বাধীন ভারতে জন্মগ্রহণ করা দেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি৷ তিনি নিজে প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। সেই অর্থে তিনি ‘চাইল্ড অফ ফেডারেলিজম (মৈত্রীতন্ত্রের সন্তান)’৷ তারপরেও কেন তিনি দিল্লি অর্ডিন্যান্স বিলের মাধ্যমে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস করতে চাইছেন?” এই মর্মেই মনরেগা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার বঞ্চনা ও বিপুল পরিমাণ বকেয়া টাকার উল্লেখ করে ডেরেকের দাবি, “বকেয়া টাকার দাবিতে আমাদের সুদীর্ঘ আন্দোলন চলছে। মনরেগা নিয়ে কোটি কোটি টাকা বকেয়া রয়েছে। ২ অক্টোবর দিল্লিতে ১২০০০ কোটি টাকা বকেয়া প্রদানের দাবিতে আমরা বিরাট ধর্না দেব। একইসঙ্গে আমরা দিল্লি অর্ডিন্যান্স বিলের বিরোধিতা করব।”

এর পরেই ডেরেক মোদি সরকারকে নিশানা করে চাঞ্চল্যকর অভিযোগ আনেন। তাঁর কথায়, “বিরোধী রাজ্যে একটা ইঁদুর, বেড়াল পথ কাটলে ঘনঘন প্রতিনিধি দল পাঠানো হয়। কেন বিরোধী রাজ্যে এতবার কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানো হয়? কেন সব থেকে বেশি খুন হওয়া রাজ্য উত্তরপ্রদেশ, কেন সব থেকে বেশি মহিলা অত্যাচারের পরিসংখ্যান সংবলিত অসম বা জাতিদাঙ্গা উপদ্রুত মণিপুরে কেন্দ্রীয় দল পাঠানো হয় না?”

ডেরেকের সংযোজন, “মোদি সরকারে তিনজন মন্ত্রী, পিএম (প্রধানমন্ত্রী), এইচএম (স্বরাষ্ট্র মন্ত্রী) এবং ডব্লু এম (ওয়াশিং মেশিন)৷ কেন্দ্র পরিচালিত এই অদৃশ্য ওয়াশিং মেশিনে সব পাপ, দুর্নীতি ইত্যাদি ধুয়ে ফেলা হয় সরকারের নির্দেশে।”

তাঁর এই মন্তব্যের পরেই প্রতিবাদে সোচ্চার হয় ট্রেজারি বেঞ্চ। পাল্টা ট্রেজারি বেঞ্চকে নিশানা করে মন্তব্য করেন ডেরেক। রাজ্যসভায় উত্তেজনা তুঙ্গে ওঠে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর সঙ্গে সঙ্গেই হস্তক্ষেপ করেন। ডেরেককে সতর্ক করে ধনকর বলেন, “আবার আপনাকে সতর্ক করছি। আপনার বিরুদ্ধে পেশ করা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এখনও বিবেচনাধীন। আমি আপনাকে এই ধরণের ড্রামাবাজি করতে দেব না। আপনি ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য এমন আচরণ করছেন।”

ধনকরের মন্তব্যের পাল্টা দিয়ে ডেরেক দাবি করেন, “আমি কোনও ড্রামাবাজি করছি না। মহারাষ্ট্রে যা হয়েছে সেটাই ড্রামাবাজি৷” এর পর রীতিমতো রাগতস্বরে ধনকরকে বলতে শোনা যায়, ডেরেক বিরত না হলে তাঁকে বহিষ্কার করা হবে। যদিও শেষ পর্যন্ত সেই কড়া পদক্ষেপ না নিয়ে ডেরেকের মাইক বন্ধ করে অন্য সাংসদকে বলার সুযোগ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL-2024 | ব্যাটে-বলে নাস্তানাবুদ হায়দরাবাদ, ৮ উইকেটে জিতে আইপিএলের ফাইনালে কেকেআর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করে সবকয়টি উইকেট...

Ramkrishna Mission | মিশনে হামলায় সন্ন্যাসীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা! বিতর্কে পুলিশ

0
শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় এবার মিশনের সন্ন্যাসীদের বিরুদ্ধেই পালটা মামলা দায়ের করল পুলিশ। হামলায় মূল অভিযুক্ত প্রদীপ রায়ের অভিযোগের প্রেক্ষিতে...

BJP | নাড্ডার নির্দেশ, রামকৃষ্ণ মিশনে হামলা নিয়ে জোর আন্দোলনে বিজেপি

0
শিলিগুড়ি: শিলিগুড়ির (Siliguri) সেবক রোডের রামকৃষ্ণ মিশনে (Ramkrishna mission) হামলার ঘটনায় শীঘ্রই আন্দোলনে নামছে বিজেপি (BJP)। এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জে...

Siliguri rape case | শিলিগুড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

0
শিলিগুড়ি: শাশুড়ি ভর্তি নার্সিংহোমে। কাজের সূত্রে ছেলে থাকে দিল্লিতে। সেই সুযোগে ৩৪ বছর বয়সি পুত্রবধূকে ধর্ষণের (Siliguri rape case) অভিযোগ উঠল বছর ৬৮-এর শ্বশুরের...

Madan Tamang | ১৪ বছরেও খুনিরা শাস্তি পায়নি, ভগবান ভরসায় ভারতী তামাং

0
শিলিগুড়িঃ মদন তামাংয়ের হত্যার ১৪ বছর পরেও দোষিরা শাস্তি না পাওয়ায় ক্ষুব্ধ স্ত্রী ভারতী তামাং। মঙ্গলবার মদন তামাংয়ের প্রয়াণ দিবসে দার্জিলিংয়ের আপার ক্লাব সাইড...

Most Popular