Wednesday, May 8, 2024
HomeMust-Read Newsলোকসভা ভোটের আগে বিরাট পরিবর্তন! বঙ্গ বিজেপিতে বড় দায়িত্ব পেলেন হিরণ

লোকসভা ভোটের আগে বিরাট পরিবর্তন! বঙ্গ বিজেপিতে বড় দায়িত্ব পেলেন হিরণ

কলকাতা: সামনেই লোকসভা ভোট। সব দলই নিজেদের ঘর গোছাতে ব্যস্ত। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপিতে বড় দায়িত্ব পেলেন অভিনেতা তথা খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁকে বিজেপির যুব সংগঠন যুব মোর্চার ইনচার্জ করা হয়েছে। যুব মোর্চায় আগে এই ধরনের কোনও পদের অস্তিত্ব ছিল না। কিন্তু ‘বিশেষ’ প্রয়োজনের কথা মাথায় রেখে হিরণকে এই পদে আনা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। শুক্রবার রাজ্য বিজেপির তরফে নতুন সাংগঠনিক দায়িত্বের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে হিরণের নাম রয়েছে যুব মোর্চার ইনচার্জ হিসেবে। এছাড়াও মহিলা মোর্চা, কিষাণ মোর্চার দায়িত্বে কারা, সেটাও উল্লেখ করা হয়েছে তালিকায়।

লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক ক্ষেত্রে কোনও খামতি রাখতে চাইছে না বিজেপি। সম্প্রতি ধর্মতলায় সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহের শুরুর দিকেই তিনি রাজ্যে আসতে চলেছেন। লোকসভায় ৪২টি আসনের মধ্যে দখলে থাকা ১৯টি আসন ধরে রাখা এবং কিছুটা লাফ দিয়ে এই সংখ্যাটা আরও বাড়ানোর চেষ্টায় মরিয়া গেরুয়া শিবির।

অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিও যুব মুখের উপর বিশেষ নজর দিচ্ছে। তৃণমূলের যুব মুখ সায়নী ঘোষ হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তরুণ প্রজন্মের নেতৃত্বদের মধ্যে অন্যতম সফল এবং জনপ্রিয় রাজনীতিবিদ। এদিকে বামেদের কাছেও একগুচ্ছ যুব মুখ রয়েছেন যাঁরা বহু হেভিওয়েট রাজনীতিবিদের থেকে সোশ্যাল মিডিয়া এবং মানুষ, পড়ুয়া, তরুণদের কাছে অনেকটাই জনপ্রিয়। সেই জায়গায় বঙ্গ বিজেপিতে যুব মোর্চাকে আরও চাঙ্গা করার জন্যই হিরণকে নিয়ে আসা হয়েছে বলে মত রাজনৈতিক মহলের। এদিকে যুব মোর্চার সভাপতি পদের দায়িত্বে থাকছেন ইন্দ্রনীল খাঁ।

২০২১-এর বিধানসভা ভোটের আগে অমিত শা’র মঞ্চে বিজেপিতে যোগ দেন হিরণ। তারপরই পান কেন্দ্রীয় নিরাপত্তা। খড়গপুর সদর থেকে বিজেপির প্রতীকে ভোটে লড়ে জয়ীও হন। তবে শুধু যে অভিনেতাকে মুখ করা তাই নয়, বঙ্গ বিজেপির সাংগঠনিক স্তরে হয়েছে আরও একাধিক বদল।

বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি চার্লস নন্দী থাকলেও ইনচার্জ পদ তৈরি করে তাতে বসানো হয়েছে মাফুজা খাতুনকে। মহিলা মোর্চার ইনচার্জ হয়েছেন পারমিতা দত্ত। কিষাণ মোর্চার ক্ষেত্রে এই দায়িত্ব পেয়েছেন শ্যামচাঁদ ঘোষ। মিডিয়া বিভাগে ইনচার্জ আছেন তুষারকান্তি ঘোষই। সেই সঙ্গে কো-ইনচার্জ হিসাবে কালীচরণ সাউয়ের সঙ্গে জায়গা পেয়েছেন প্রাক্তন সংবাদমাধ্যম কর্মী কেয়া ঘোষ। কলকাতা জোনের ইনচার্জ করা হয়েছে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে। কো-কনভেনার হলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। দু’জনই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

SSC scam | ‘যোগ্য হয়েও অযোগ্যদের মতই হয়ে রয়েছি’, চাকরি বাতিলে স্থগিতাদেশের পরও আক্ষেপ...

0
শিলিগুড়ি: সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা হলেও আশার আলো দেখছেন আমবাড়ির হরিহর হাই স্কুলের শিক্ষিকা অনামিকা রায়। মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি ববিতা সরকারের হাত ঘুরে...

Hamidul Rahman | নির্বাচনি সভায় ভোটার-বিরোধীদের হুমকি! বিধায়ক হামিদুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে কমিশন ...

0
চোপড়াঃ দ্বিতীয় দফা ভোটের আগে দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। সেই বিতর্কিত মন্তব্যের পর নির্বাচন কমিশনে অভিযোগ...

SSC Scam | ‘তাঁর চাকরি নিয়ে আমাদের কোনও আপত্তি নেই’, কাদের কথা বললেন বিকাশরঞ্জন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাজ্যের শাসকদল তৃণমূলের কাছে তিনিই ‘ভিলেন’। তাঁর সওয়ালেই একের পর এক চাকরি হারাতে হয়েছে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের। সেই বিকাশরঞ্জন ভট্টাচার্যই...

Seikh Shahjajhan | প্রিজন ভ্যানে আগের মেজাজে শাহজাহান শেখ, নেতাকে দেখেই আদালত চত্বরে উঠল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির স্টিং ভিডিও সামনে আসার পরই সেই আগের মেজাজে শাহজাহান শেখ। কিছুদিন আগেই আদালতে এসে চোখের জল ফেলতে দেখা গিয়েছিল,...

Arijit Singh | জিয়াগঞ্জে সস্ত্রীক ভোট দিলেন অরিজিৎ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার তৃতীয় দফার লোকসভা ভোট (Lok Sabha Election 2024) ছিল মুর্শিদাবাদ (Murshidabad) ও জঙ্গিপুরে। এদিন জিয়াগঞ্জে প্রীতম সিং জি এস...

Most Popular