Thursday, June 1, 2023
Homeজীবনযাপনঘরোয়া উপায় কীভাবে ফিরে পাবেন ত্বকের জেল্লা? জানুন

ঘরোয়া উপায় কীভাবে ফিরে পাবেন ত্বকের জেল্লা? জানুন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এই তীব্র গরমে, রোদের তাপে নাজেহাল অবস্থা সকলেরই। সূর্যের রশ্মি ও তাপপ্রবাহের ফলে ত্বকের জেল্লা ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফলে কোনও অনুষ্ঠানে গেলে ভরসা সেই প্রসাধনী। তার থেকে ঘরোয়া কিছু টোটকাতেই ফিরে পাবেন ত্বকের জেল্লা। ঘরোয়া উপায় উজ্জ্বল ও প্রাণবন্ত দেখাবে মুখ। জেনে নিন ঘরোয়া উপায়গুলি…

দুধের সর বা দইয়ের সঙ্গে হলুদ মিশিয়ে মুখে লাগাতে পারেন। তাতে ত্বক যেমন উজ্জ্বল করে, তেমনই নরম করে। আর হলুদ মুখের ময়লাও দূর করে।

কাঁচা দুধ শুষ্ক ত্বকের জন্য খুব উপকারী। রোজ দুধ মেখে মুখ ধুয়ে নিলে ত্বক উজ্জ্বল হবে।

বেসন খুব ভালো মুখের জন্য। বেসন ফেশপ্যাক হিসেবে ব্যবহার করলে স্কিনের নোংরা দূর হবে।

দইয়ের সঙ্গে দু ফোটা মধু ও মধু মিশিয়ে মুখে লাগালেও উপকার পাওয়া যাবে। এটি ট্যান দূর করতেও ভালো কাজ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments