Monday, April 29, 2024
HomeExclusiveAlipurduar | প্রেমের টানে ঘরছাড়া কিশোর-কিশোরী! যুগলকে উদ্ধার পুলিশের

Alipurduar | প্রেমের টানে ঘরছাড়া কিশোর-কিশোরী! যুগলকে উদ্ধার পুলিশের

স্কুলে গিয়েই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সদ্য উচ্চমাধ্যমিক শেষ হতেই প্রেমের টানে ঘর ছাড়ে এই কিশোর-কিশোরী।

রাজু সাহা, শামুকতলা: সদ্য উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কিশোরের, বয়স মাত্র ১৭ বছর। এদিকে, কিশোরীর বয়স মাত্র ১৩ বছর, সে  সপ্তম শ্রেণির পড়ুয়া। স্কুলে গিয়েই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সদ্য উচ্চমাধ্যমিক শেষ হতেই প্রেমের টানে ঘর ছাড়ে এই কিশোর-কিশোরী।

প্রথমে এক পরিচিতর বাড়িতে গিয়ে ওঠে তারা। কিন্তু সেখানে না থেকে এরপরেই বক্সা পাহাড়ের লেপচাখা চলে যায় তারা। ছক ছিল বাইরে চলে যাওয়ার। কিন্তু পরিবারের তরফে খবরটি শামুকতলা থানার ওসি জগদীশ রায় বিষয়টি জানতে পারেন। আর খবরটি শুনে বিন্দুমাত্র দেরি না করেই ওই যুগলকে খুঁজতে তদন্ত শুরু করেন।

তদন্তে নেমে ছেলেটির মোবাইল ফোন ট্র্যাক করেই তাদের অবস্থান জানতে পারেন তিনি। এরপরেই লেপচাখা থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। তবে উদ্ধার করে ক্ষান্ত হয়নি পুলিশ। বরং ভবিষ্যতে যাতে এমন ভুল পদক্ষেপ তারা না করে, তাই তাদেরকে থানায় নিয়ে এসে দীর্ঘক্ষণ তাদের কাউন্সেলিং করেন স্বয়ং ওসি।

কাউন্সেলিংয়ের পর, ওই কিশোর-কিশোরী নিজেদের ভুল স্বীকার করে প্রতিশ্রুতি দেয়, এখন থেকে ঠিকমতো পড়াশোনা করবে এবং বাবা-মায়ের কথা শুনে চলবে। এরপরেই ওই কিশোর-কিশোরীকে তাদের বাবা-মায়ের হতে তুলে দেওয়া হয়।

যদিও ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পুলিশকর্তা এবং অভিভাবক মহলে।

শামুকতলা থানার ওসি জগদীশ রায়ের কথায়, ‘বিষয়টি খুবই উদ্বেগের। ছোট ছোট ছেলেমেয়েদের হাতে মোবাইল ফোন চলে আসায় তারা এর অপব্যবহার (Misuse) করছে। এতেই এই ঘটনা ঘটছে। আমরা এগুলি রুখতে স্কুলে স্কুলে সচেতনতা শিবির (Awareness Camp) প্রতিনিয়ত আয়োজন করছি। এরপরেও এরকম ধরনের ঘটনা ঘটায় আমরা রীতিমতো চিন্তিত।’

তিনি আশ্বাস দেন, ছেলেমেয়েদের মধ্যে এ ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে লাগাতার সচেতনতা শিবির করা হবে স্কুলগুলিতে।

এদিকে, এদিন ছেলেমেয়েদের নিজেদের কাছে পেয়ে তাদের বাবা-মায়েরা হাফ ছেড়ে বাঁচেন। তাঁরা জানান, গত ২৪ ঘণ্টা রীতিমতো উদ্বেগের মধ্যে কেটেছে তাঁদের। শামুকতলা থানার ওসির উদ্যোগে ছেলেমেয়েদের ফিরে পেয়েছেন বলে জানান তারা। এ বিষয়ে পুলিশকে ধন্যবাদ জানান ওই কিশোর-কিশোরীর অভিভাবকরা।

 

 

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Accident | বিয়ের আনন্দ ঢাকা পড়ল শোকের ছায়ায়, বিয়ে করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু...

0
কিশনগঞ্জঃ বিয়ের আনন্দ নিমেষে কেড়ে নিল ভয়াবহ পথ দুর্ঘটনা। নেমে এই গভীর শোকের ছায়া। সোমবার সকালে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটল কিশনগঞ্জে। বিয়ে করে...
Over a thousand illegal liquor busted in Siliguri

Siliguri | শিলিগুড়িতে হাজারের বেশি অবৈধ মদের ঠেক, টাকা তুলছে পুলিশ, কটাক্ষ আবগারি কর্তার

0
মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: মধ্যরাতে বাড়ির টিনের দরজায় টোকা। সাংকেতিক ভাষায় ভেসে আসে, ‘অমুকের একটা ফুল চাই।’ কে চাইল তা জানাটা জরুরি নয়, তাই মুখ...

Women Voters | বালুরঘাটে পুরুষদের টেক্কা দিয়েছে মহিলা ভোটাররা, কোন দলের ভাগ্যে শিকে...

0
বালুরঘাট: বালুরঘাট লোকসভা কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় বেশি ভোট দিয়েছেন মহিলা ভোটাররা। নির্বাচন কমিশনের তথ্য সে কথাই বলছে। বালুরঘাট কেন্দ্রে এবার মোট ভোট পড়েছে...

Dakshin Dinajpur | ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ পরিষেবা সচল করার দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

0
গঙ্গারামপুর: ঘন ঘন লোডশেডিং ও লো ভোল্টেজের জেরে ঘুরছে না পাখা। পাম্প মেশিন দিয়ে উঠছে না জল। ফলে সমস্যায় পড়েছেন স্থানীয়রা। এমন অভিযোগ তুলে...

Naxalbari | গ্রামীণ হাসপাতালে বিকল এক্স-রে মেশিন, ভোগান্তিতে রোগীরা

0
নকশালবাড়ি: ফের নকশালবাড়ি (Naxalbari) গ্রামীণ হাসপাতালে ভোগান্তি। বারে বারে খারাপ হচ্ছে ডিজিটাল এক্স-রে মেশিন (Digital X-ray machine)। হাসপাতাল সূত্রে খবর, এনিয়ে গত এক বছরে...

Most Popular