উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাড়ি থেকে আইআইটি দিল্লির এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মঙ্গলবার রাতে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পবন জৈন(২৩)। দিল্লির আইআইটি-তে বিটেক নিয়ে ভর্তি হয়েছিলেন পবন। চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক।
পবনের বাবা জানান, তাঁর ছেলে বিগত কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণে চিকিৎসাও শুরু হয়েছিল তাঁর। মঙ্গলবার রাতে তাঁরা বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরেই ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। মানসিক অবসাদের শিকার হয়েই মৃত্যুর পথ বেছে নেন পবন বলে পুলিশের অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।