Sunday, May 19, 2024
HomeBreaking Newsব্যাটে বলে টেক্কা, অস্ট্রেলিয়াকে ৪৪ রানে হারিয়ে টানা দুই ম্যাচে জয় ভারতের

ব্যাটে বলে টেক্কা, অস্ট্রেলিয়াকে ৪৪ রানে হারিয়ে টানা দুই ম্যাচে জয় ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপের ফাইনালে হেরে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ভারতীয় দল। আস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচও জিতে নিল টিম ইন্ডিয়া। এদিন অস্ট্রেলিয়াকে রানে হারিয়ে দেয় সূর্যরা। ভারতের প্রসিদ্ধ আর বিষ্ণোইয়ের বলের কাছেই আত্মসমর্পণ করেন অজিরা। ভারতের বিরুদ্ধে মার্কস স্টোয়নিস ও ডেবিড কিছুটা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। ফলে টি টোয়েন্টি সিরিজে ভারত এগিয়ে ২-০ তে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও ঝড় তুললেন ভারতীয় ব্যাটাররা। তিরুবনন্তপুরমে আয়োজিত দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ওপেন করতে নামেন যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়। ব্যাট করতে নেমে প্রথম ২ ওভারে ১৩ তুললেও তৃতীয় ওভার থেকেই ঝড়ের গতিতে রান তুলতে থাকে এই দুই ব্যাটার। ৫ ওভারেই ৬২ রান তুলে নেয় ভারত। ২৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন যশস্বী। তাঁর ৯০ শতাংশ রানই এসেছে বাউন্ডারি মেরে। অর্ধশতরান করেই আউট হয়ে যান যশস্বী। দু’টি ছক্কা এবং ন’টি চারের সাহায্যে ২৫ বলে করেন ৫৩ রান।

যশস্বী আউট হলেও রুতুরাজের সঙ্গী হন ঈশান কিশন। ২৯ বলে ছক্কা মেরে অর্ধশতরান করেই আউট হন ঈশান। তিনি করেন ৫২ রান। ওপেনার রুতুরাজও করে ফেলেন অর্ধশতরান। ভারতের প্রথম তিন ব্যাটারই অর্ধশতরান করলেন। ১০ বলে ১৯ রান করে আউট সূর্যকুমার। অধিনায়ক সূর্য বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন স্টোইনিসের হাতে। সূর্যের পর মাঠে নেমেই ব্যাটে ঝড় শুরু করেন রিঙ্কু।৭ বলে ২৫ রান করলেন তিনি। শেষ ওভারে বড় শট খেলার লক্ষ্য নিয়েছিলেন রুতুরাজ। তাতেই আউট হলেন তিনি। ৪৩ বলে ৫৮ রান করে আউট রুতুরাজ। ৯ বলে ৩১ রান করলেন রিঙ্কু। চারটি চার এবং দু’টি ছক্কা মেরেছেন তিনি। রিঙ্কুর দাপট দেখল তিরুঅনন্তপুরমও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৩৫ রান তুলল ভারত।
২৩৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়ার ম্যাথু শর্ট ও স্মিথ। বিষ্ণোইয়ের গুগলি বুঝতে না পেরে বোল্ড ম্যাথু শর্ট (১৯)। অস্ট্রেলিয়া ৩৭-১। আগের ম্যাচের শতরানকারী ইংলিসকে ফিরিয়ে দিলেন বিষ্ণোই। মিড অনে দারুণ ক্যাচ নিলেন তিলক বর্মা। অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ২ উইকেটে ৪২। ইংলিস আউট হতেই মাঠে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। নেমেই ঝড় তোলেন এই অজি অলরাউন্ডার। তবে তাঁর লড়াই দীর্ঘস্থায়ী হল না। অক্ষরের বলে লং অনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১২ রান করেই সাজঘড়ে ফেরেন ম্যাক্সওয়েল। ভারতের রান দাঁড়ায় ৫৩ রানে ৩ উইকেট। ফের উইকেটের পতন হয় সাত ওভারে। লম্বা শট খেলতে গিয়ে প্রসিদ্ধর বলে আউট হন স্মিথ। মাত্র ১৬ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। তাঁর অসাধারণ ক্যাচ ধরেন যশস্বী জয়সওয়াল। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ৪ উইকেটে ৫৮ রান। দ্রুতগতিতে রান তুলতে শুরু করেন দুই অজি ব্যাটার ডেবিড ও মার্কস স্টোয়নিস। ১০ ওভারেই অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ৪ উইকেটে ১০৪। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১৩১।
১৩.৩ ওভারে বিষ্ণোইয়ের বলে ক্যাচ দিয়ে আউট হন ডেবিড। তিনি করেন ২১ বলে ৩৭ রান। অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ১৩৯ রানে ৫ উইকেট। ব্যাট করতে নামেন অজি অধিনায়ক বেড। ১৪.৪ বলে মুকেশ কুমারের বলে আউট হন মার্কস স্টোয়নিস। ২৫ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন এই অজি ব্যাটার। অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান। ১৫ ওভারের প্রথম বলে অস্ট্রেলিয়ার সপ্তম উইকেট তুলে নেন প্রসিদ্ধ। বোল্ড আউট হন অ্যাবেট। অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ৭ উইকেটের বিনিময়ে ১৫১ রান। ওভারের শেষ বলে আরও একটি উইকেট তুলে নেন প্রসিদ্ধ। এবারও তাঁর বলে বোল্ড আউট হন এলিশ। ১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ৮ উইকেটের বিনিময়ে ১৫৪ রান। অস্ট্রেলিয়ার নবম উইকেটের পতন হয় ১৭ নম্বর ওভারে। আউট হন জেম্বা। অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ১৫৫। ১৯১ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ৪৪ রানে ম্যাচ জিতে নেয় ভারত।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kunar Hembram | সোমবার ঝাড়গ্রামে মোদি, তৃণমূলে যোগ দিয়ে বিজেপির অস্বস্তি বাড়ালেন সাংসদ কুনার...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটের মুখে তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ বিজেপির কুনার হেমব্রম। রবিবার নয়াগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ...
digging-ponds-to-prevent-water-problems-in-nagarakata

Nagrakata | জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নয়া কৌশল, জলকষ্ট ঠেকাতে পুকুর খনন নাগরাকাটায়

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: পানীয় জলসংকট মোকাবিলায় এবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নয়া কৌশল পুকুর(Pond) খনন। জলাশয় তৈরি করে সেই জল পরিষ্কার করে তা পাম্পের সাহায্যে...

Aishwarya Rai Bachchan | হাতে প্লাস্টার নিয়েই নজর কেড়েছেন, দেশে ফিরতেই হাসপাতালে ভর্তি হচ্ছেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবছর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) দিন কয়েক আগেই ডান হাতে চোট পান ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai...

Balurghat | আত্রেয়ীতে তলিয়ে গিয়েছিল দুই বোন, টোটোচালকের তৎপরতায় বাঁচল প্রাণ

0
বালুরঘাট: আত্রেয়ী নদীতে (Atrayee River) স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল দুই বোন। অবশেষে এক টোটোচালকের তৎপরতায় প্রাণে বাঁচল দুই যুবতী। ঘটনাটি বালুরঘাট (Balurghat) শহরের...

Knife attack | পুঞ্চে ন্যাশনাল কনফারেন্সের সমাবেশে ছুরি নিয়ে হামলা, আহত তিন

0
পুঞ্চ: ন্যাশনাল কনফারেন্সের সমাবেশ চলাকালীন ছুরি নিয়ে হামলা চালাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। রবিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ঘটনাটি ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।...

Most Popular