Friday, May 24, 2024
HomeBreaking Newsবিশ্বের কল্যাণে ভারত-আমেরিকার বন্ধুত্ব জরুরী, বাইডেনের সঙ্গে বৈঠক শেষে বললেন মোদি     

বিশ্বের কল্যাণে ভারত-আমেরিকার বন্ধুত্ব জরুরী, বাইডেনের সঙ্গে বৈঠক শেষে বললেন মোদি     

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বের মঙ্গলের জন্য ভারত আমেরিকার বন্ধুত্ব অত্যন্ত জরুরী। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ বলেছেন নরেন্দ্র মোদি। শুক্রবার সন্ধ্যায় জি২০ সম্মেলনের আগে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিরক্ষা, প্রযুক্তি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে মোদি-বাইডেনের। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ‘এয়ারফোর্স ওয়ান’। বাইডেনকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন, অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিংহ। এদিন রাতেই বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭ লোককল্যাণ মার্গের মোদির বাসভবনে বাইডেন যোগ দেবেন নৈশভোজে। এদিন ঘন্টাখানেক ধরে চলে দুপক্ষের বৈঠক। বৈঠকের পর মোদি জানান, একাধিক বিষয় নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে। দু’দেশের সম্পর্ক আরও মজবুত করার জন্য আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মোদী। তাঁর দাবি, বিশ্বের মঙ্গলের জন্য ভারত এবং আমেরিকার বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ মোদি বলেন, ‘সাত লোক কল্যাণ মার্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানাতে পেরে আনন্দ বোধ করছি। আমাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছি। যা ভারত এবং আমেরিকার মধ্যে আর্থিক সম্পর্ককে আরও মজবুত করবে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরও মজবুত হবে। বিশ্বের মঙ্গলের জন্য আমাদের দুই দেশের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ বাইডেন লেখেন, ‘হ্যালো দিল্লি। এই বছরের জি২০-র জন্য ভারতে এসে দারুণ লাগছে।’ হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ ভারতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উপর জোর দিয়েছেন তাঁরা।’

উল্লেখ্য, জি২০ শীর্ষ সম্মেলন চলাকালীন ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদি। জি২০ সম্মেলনের মধ্যেই শনিবার ব্রিটেন, জাপান, জার্মানি এবং ইতালির রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। রবিবার মধ্যাহ্নভোজে মোদি আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bangladesh MP Death | বাংলাদেশের সংসদ সদস্য খুনে পুলিশের জালে কসাই, হাজির করা হল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বনগাঁ থেকে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে বাংলাদেশের সংসদ সদস্য (Bangladesh MP Death) আনোয়ারুল আজিমকে খুনের ঘটনায় অভিযুক্ত জিহাদ হাওলাদারকে।...

Alipurduar | ‘যত ভোট তত গাছ’, সংকল্প দুই সংগঠনের

0
অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: ‘যত ভোট, তত গাছ।’ আপাতত এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচি নিচ্ছে আরএসপির ছাত্র সংগঠন পিএসইউ এবং যুব সংগঠন আরওয়াইএফ। আলিপুরদুয়ার (Alipurduar)...

BSNL | নেটওয়ার্কহীন বিন্দু থেকেই সূচনা, ৫জি-র জমানায় ৪জি চালু বিএসএনএল-এর

0
শিলিগুড়ি: অন্যরা ছুটছে ৫জির গতিতে। সেখানে চলতি মাসে উত্তরবঙ্গে ফোর-জি পরিষেবা চালু করতে চলেছে বিএসএনএল। তবে, শিলিগুড়িতে এই পরিষেবা চালু হতে আরও অন্তত এক...
abhijit gangopadhyay

অভিজিতের মুখের ভাষায় বহু স্বপ্নের অপমৃত্যু

0
রূপায়ণ ভট্টাচার্য যা করে দেখালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এরপর কোনও অরাজনৈতিক বাঙালি ভদ্রলোক রাজনীতিতে এলে তাঁর প্রতি আর বিন্দুমাত্র ভরসা পাবে না বাঙালি। যতদিন অভিজিৎ...

Helicopter Emergency Landing At Kedarnath | পাক খেতে খেতে দাঁড়াল কপ্টার! পাইলটের বুদ্ধিমত্তায় অল্পের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার সময় কেদারনাথ ধামে জরুরি অবতরণ করল কপ্টার (Chopper Emergency Landing At Kedarnath)।...

Most Popular