নিউজ ব্যুরো: মঙ্গলবার এশিয়ান গেমস ফুটবলে চিনের মুখোমুখি হবে সুনীল ছেত্রীর ভারত। রবিবারই চিনের উদ্দেশে রওনা হওয়ায় কোনও অনুশীলন করতে পারেনি ভারতীয় দল। ম্যাচের ২৪ ঘণ্টারও কম সময় আগে তারা সেখানে পৌঁছেছে। তাই অনুশীলন ছাড়াই মঙ্গলবার সন্ধ্যায় হ্যাংঝাউতে আয়োজক চিনের বিরুদ্ধে খেলতে নামবেন ব্লু টাইগাররা। এই ম্যাচ দিয়েই এশিয়ান গেমসে অভিযান শুরু করবে ভারত। তবে ফিফার আন্তর্জাতিক ম্যাচের উইন্ডোর অংশ না হওয়ায় আইএসএলের বেশিরভাগ ক্লাব তাদের খেলোয়াড়দের এশিয়ান গেমসের জন্য ছাড়েনি। যা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন প্রধান কোচ ইগর স্টিমাক। এশিয়ান গেমস ফুটবলে ‘এ’ গ্রুপে চিন, মায়ানমার ও বাংলাদেশের সঙ্গে ভারত রয়েছে। ভারত ও চিন শেষবার ২০০২ সালে বুসান এশিয়ান গেমসে মুখোমুখি হয়েছিল। যেখানে ব্লু টাইগাররা ২-০ গোলে হেরে যায়।
আজ এশিয়ান গেমস ফুটবলে চিনের মুখোমুখি ভারত
RELATED ARTICLES