Tuesday, April 30, 2024
HomeTop NewsIPL-2024 | ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ গুজরাটের, ৬৭ বল বাকি থাকতেই জয়ের...

IPL-2024 | ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ গুজরাটের, ৬৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছাল দিল্লি   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে ল্যাজেগোবরে হল গুজরাট টাইটানস। আহমেদাবাদে দিল্লি ক্যাপিটালসের কাছে লজ্জার হার শুভমন গিলদের। নিজেদের আইপিএল ইতিহাসের এটাই সর্বনিম্ন দলগত রানের ইনিংস গতবারের রানার্স গুজরাটের। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮৯ রানেই গুটিয়ে গেল গুজরাট টাইটান্স। ১৭.৩ ওভারেই অলআউট তারা অল আউট হয়ে যায় দিল্লির কাছে।

এদিন, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে গুজরাট টাইটান্সকে প্রথমে ব্যাট করতে পাঠায় দিল্লি দলনায়ক ঋষভ পন্থ। এদিন শুরু থেকেই পরপর উইকেট খোয়াতে থাকে গুজরাট। একটা সময় মনে হচ্ছিল পঞ্চাশের গণ্ডিও টপকাতে পারবে না শুভমান গিলরা। আট নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৩১ রান করেন রশিদ খান। ২৪ বলের ইনিংসে তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। রশিদ রান না পেলে টাইটানসকে আরও বড়সড় লজ্জার মুখে পড়তে হত সন্দেহ নেই।

এই ম্যাচে রশিদ খান ছাড়াও গুজরাটের হয়ে দুই অংকের রানে পৌঁছেছে সাই সুদর্শন ও রাহুল তেওয়াটিয়া। সুদর্শন ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১২ রান করেন। তাঁকে সরাসরি থ্রোয়ে রান-আউট করেন সুমিত কুমার। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১০ রান করেন তেওয়াটিয়া। অন্যদের মধ্যে ঋদ্ধিমান সাহা করেন ২ রান, শুভমন গিল ৮, ডেভিড মিলার ২, অভিনব মনোহর ৮, মোহিত শর্মা ২, নূর আহমেদ ১ ও স্পেনসার জনসন অপরাজিত ১ রান করেন। ১২ রান আসে অতিরিক্ত হিসেবে। মাত্র ১৭.৩ ওভার ব্যাট করে ৮৯ রানেই গুটিয়ে যায় গুজরাট টাইটান্সের ইনিংস।

দিল্লির হয়ে ২.৩ ওভার বল করে ১৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন মুকেশ কুমার। ২ ওভারে ৮ রান খরচ করে ২টি উইকেট নেন ইশান্ত শর্মা। ১ ওভারে ১১ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন  ত্রিস্তান স্টাবস। খলিল আহমেদ ও অক্ষর পটেল পেয়েছেন ১টি করে উইকেট।

মাত্র ৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। ৪ উইকেট খুঁইয়ে ৯২ রান তুলে ম্যাচ জিতে যায় ঋষভ পন্থরা। ৬৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে ২ পয়েন্ট সংগ্রহ করার পাশাপাশি নেট রান-রেটও বাড়িয়ে নেয় দিল্লি ক্যাপিটালস।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mathabhanga | নিকাশিনালার উপর বেআইনি নির্মাণ, কড়া পদক্ষেপ মাথাভাঙ্গা পুরসভার

0
মাথাভাঙ্গা: মাথাভাঙ্গা (Mathabhanga) শহরে পুরসভার নিকাশিনালার উপর বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল পুরসভা। সোমবার নিকাশিনালার উপর যে কোনও বেআইনি নির্মাণ (Illegal...

0
Afghanistan: নমাজ পড়ার সময় মসজিদে এলোপাথারি গুলি, ৬জনের মৃত্যু আফগানিস্তানে, জানাল তালিবানএকেবারে হাড়হিম করা ঘটনা। মসজিদে বন্দুকবাজের হামলা। প্রার্থনা চলাকালীন এলোপাথারি গুলিবৃষ্টি। অন্তত ৬...

Adventure Tourism | শীতে সামসিংয়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম, চালু হচ্ছে মাউন্টেন বাইকিং

0
পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: এবার শীতের মরশুমে উত্তরবঙ্গে বিশেষ অ্যাডভেঞ্চার ট্যুরিজম (Adventure Tourism) চালু করতে চলেছে বন দপ্তর। গরুমারা (Gorumara) বন্যপ্রাণ বিভাগের উদ্যোগে নেওড়াভ্যালি জাতীয়...

Flood control | কোচবিহার ও আলিপুরদুয়ারে বন্যা নিয়ন্ত্রণে বরাদ্দ ৮০ কোটি

0
গৌরহরি দাস, কোচবিহার: উত্তরবঙ্গের কোচবিহার (Cooch Behar) ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলার অনেক নদীই বন্যাপ্রবণ। প্রতিবছর বর্ষায় নদী লাগোয়া এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। দুই...

IPS Debashis Dhar | ‘প্রার্থীপদ’ রক্ষা করতে সুপ্রিম-দুয়ারে দেবাশিস ধর, আবেদন ফেরাল শীর্ষ আদালত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের (IPS Debashish Dhar) আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত দেবাশিস ধরকে...

Most Popular