Friday, May 3, 2024
HomeBreaking NewsIPL-2024 | মায়াঙ্কের দুরন্ত স্পেল, ডিককের দায়িত্বশীল ব্যাটে ভর করে ২৮ রানে...

IPL-2024 | মায়াঙ্কের দুরন্ত স্পেল, ডিককের দায়িত্বশীল ব্যাটে ভর করে ২৮ রানে বেঙ্গালুরুকে হারালো লখনউ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে গেল বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন ২৮ রানে হেরে যায় বেঙ্গালুরু। ম্যাচ হেরে চাপে পড়ে গেল বিরাট কোহলিদের দল। কোহলিদের ইনিংসে এদিন ধস নামালেন ১৫৫.৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করা মায়াঙ্ক যাদব। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮১ রান করে লখনউ। জবাবে বেঙ্গালুরু করল ১৯.৪ ওভারে ১৫৩।

এদিন টসে এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি এলএসজি। তারা ৫.৩ ওভারেই প্রথম উইকেটে ৫৩ রান করে ফেলেছিল। তবে এদিন লখনউয়ের ব্যাটারেরাও তেমন সুবিধা করতে পারেননি বেঙ্গালুরুর ২২ গজে। রাহুল নেতৃত্বে ফিরলেও রান পেলেন না। রাহুলের দল লড়াই করার মতো জায়গায় পৌঁছায় কুইন্টন ডিককের দায়িত্বশীল ৮১ রানের ইনিংসের সুবাদে। তাঁর ৫৬ বলের ইনিংসে রয়েছে ৮টি চার এবং ৫টি ছক্কা। উইকেটের এক প্রান্ত আগলে রাখেন দলের ইনিংসের প্রায় শেষ পর্যন্ত। ওপেন করতে নেমে লখনউ অধিনায়ক রাহুলের অবদান ১৪ বলে ২০। তাঁর ইনিংসে রয়েছে ২টি ছয়। ব্যর্থ তিন নম্বরে নামা দেবদত্ত পাড়িক্কলও (৬)। চার নম্বরে নেমে দলকে ভরসা দিতে পারলেন না মার্কাস স্টোইনিসও। অস্ট্রেলীয় এই ক্রিকেটার করলেন ১৫ বলে ২৪। ব্যর্থ আয়ুষ বাদোনি (শূন্য)। শেষ দিকে ব্যাট হাতে আগ্রাসী ক্রিকেট খেললেন নিকোলাস পুরান। তিনি ২১ বলে ৪০ রান করে অপরাজিত থাকলেন। তাঁর ব্যাট থেকে এল ১টি চার এবং ৫টি ছক্কা। ২০ ওভার ব্যাট করে ৫ উইকেটে ১৮১ রান করে লখনউ। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে সফলতম গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ২৩ রানে ২ উইকেট নিলেন। ২৪ রানে ১ উইকেট যশ দয়ালের। রিসি টোপলে ৩৯ রান খরচ করে ১ উইকেট পেলেন। ৪৭ রানে ১ উইকেট সিরাজের।

জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় বেঙ্গালুরু। দলের প্রথম তিন ব্যাটার কিছুটা রান করলেও পরের দিকের ব্যাটাররা একপ্রকার ব্যর্থ। ওপেন করতে নেমে কোহলি করলেন ১৬ বলে ২২ রান। মারলেন ২টি চার এবং ১টি ছয়। অপর ওপেনার ডুপ্লেসি করেন ১৩ বলে ১৯ রান। ৩টি চার মারলেন বেঙ্গালুরু অধিনায়ক। তিন নম্বরে নেমে কিছুটা হলেও দলকে এগিয়ে নিয়ে যান রজত পাটীদার। তাঁর ব্যাট থেকে এল ২১ বলে ২৯ রানের ইনিংস। খাতা খুলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। ক্যামেরন গ্রিন করেন ৯ রান।  অনুজ রাওয়াত করেন ১১। মাত্র ৪ রান করেই আউট হন দীনেশ  কার্তিক। আইপিএলে ১৬তম শূন্য রান করলেন অসি অলরাউন্ডার ম্যাক্সওয়েল। এদিন বেঙ্গালুরুর ইনিংসের ভিত আলগা করে দেন দিল্লির ২১ বছরের তরুণ জোরে বোলার মায়াঙ্ক। এই চাপ শেষ পর্যন্ত সামলাতে পারল না বেঙ্গালুরু। বেঙ্গালুরুর শেষ দিকের ব্যাটারেরাও কেউ রান পেলেন না। ১৯.৪ ওভারে ১৫৩ রানে শেষ হয়ে যায় বেঙ্গালুরুর ইনিংস। ২৮ রানে হেরে মাঠ ছাড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

CV Ananda Bose | রাজভবনে প্রবেশ ‘নিষিদ্ধ’ চন্দ্রিমার, ঢুকতে পারবে না পুলিশও

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজভবনে প্রবেশ ‘নিষিদ্ধ’ করা হল রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya)। রাজভবন চত্বরে পুলিশেরও প্রবেশ নিষিদ্ধ করেছেন রাজ্যপাল (Bengal...

Josh Baker | মাত্র ২০-তেই প্রয়াত ব্রিটিশ স্পিনার জশ বেকার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাত্র ২০ বছর বয়সেই প্রয়াত ইংল্যান্ডের জনপ্রিয় স্পিনার জশ বেকার। ওরচেস্টারশায়ার ক্রিকেট ক্লাবের তরফে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। তাঁর...

Rahul Gandhi | সনিয়ার কেন্দ্র রায়বরেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান। সোনিয়া গান্ধির (Sonia Gandhi) ছেড়ে যাওয়া আসন উত্তরপ্রদেশের রায়বরেলি (Raebareli) থেকে লড়বেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। অন্যদিকে আমেথি...

Drug recovery | স্কুটারের পাদানিতে লুকোনো ছিল সাড়ে তিন কোটির মাদক, যুবককে ধরল পুলিশ

0
ফালাকাটা: মাত্র ১ মাস ১ দিনের ব্যাবধান। ফের বিপুল পরিমান ব্রাউন সুগার জাতীয় নিষিদ্ধ মাদক (Drug recovery) সহ ১ যুবককে গ্রেপ্তার করল ফালাকাটা থানার...

Madhyamik 2024 | বাবা দিনমজুর, মেধাতালিকায় স্থান না পেলেও মাধ্যমিকে নজর কাড়ল দীপজয়

0
চ্যাংরাবান্ধা : মেধাতালিকায় তার স্থান হয়নি চ্যাংরাবান্ধা (Changrabandha) গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী এলাকার বাসিন্দা দীপজয় সরকারের। সেই প্রত্যাশাও ছিল না তার। কিন্তু দিনমজুর ঘরের ছেলে...

Most Popular