উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের (Loksabha Election 2024) আবহেই খুন বিহারে। মাথায় গুলি করে খুন করা হল নীতীশ কুমারের (Nitish Kumar) দল জনতা দল (ইউনাইটেড)-র নেতাকে (JDU)। গুলিবিদ্ধ হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরেকজনও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। নীতীশ কুমার না গেলেও ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি করে হাসপাতালে পৌঁছান প্রতিদ্বন্দ্বী দল আরজেডি-র নেত্রী তথা লালু-কন্যা মিশা ভারতী।
সূত্রের খবর, গুলিতে নিহত হয়েছেন জেডিইউ-র যুবনেতা সৌরভ কুমার। বুধবার রাতে তিনি ও আরও এক যুবক পাটনায় (Patna) একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। সেই সময় আচমকা বাইকে করে এসে চার যুবক তাঁদের রাস্তা আটকে দাঁড়ায়। তারপরই সৌরভকে লক্ষ্য করে দুটি গুলি চালায় অভিযুক্তরা। গুলিটি গিয়ে তাঁর মাথায় লাগে। তাঁর সঙ্গে থাকা যুবককে লক্ষ্য করেও তিনটি গুলি চালানো হয়। তারপরই ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্তরা। স্থানীয়রা সৌরভ ও তাঁর সঙ্গীকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা সৌরভকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর সঙ্গী ওই যুবকের অবস্থাও সঙ্কটজনক বলেই জানা গিয়েছে। এদিকে রাতেই পাটনা পুলিশের স্পেশাল টিম ঘটনাস্থলে গিয়েছে এবং তদন্ত শুরু করেছে। যুবনেতা খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখান দলের কর্মী-সমর্থকরা। তবে ঘটনায় এখনও পর্যন্ত নীতীশ কুমারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।