নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে আরও এক সপ্তাহ বাড়ল রক্ষাকবচের মেয়াদ। আসানসোল কম্বলকাণ্ডে স্বস্তিতে জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি। ১০ জুলাই বিজেপি নেতা ও তাঁর স্ত্রীকে তদন্তকারী অফিসারের মুখোমুখি হতে হবে। সোমবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন এই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি সূর্যকান্ত এবং দীপঙ্কর দত্তের বেঞ্চে। এই মামলায় বাকি দুই কাউন্সিলার গৌতম গুপ্তা ও তেজপ্রতাপ সিংয়ের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ বহাল রাখল শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি হবে ১৭ জুলাই।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। মূল উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি। সেখানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিতরণের সময়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৮ জনের। সেই মামলায় তাঁদের অভিযুক্ত করে মামলা করা হয়। সেইসঙ্গে আসানসোলের আরও দুই কাউন্সিলার গৌতম গুপ্তা ও তেজপ্রতাপ সিংকেও মামলায় যুক্ত করা হয়। এই মামলা শীর্ষ আদালতে গেলে ৩ জুলাই পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হয় জিতেন্দ্র এবং চৈতালিকে। সোমবার ফের মামলাটি শীর্ষ আদালতে উঠলে তাঁদের রক্ষাকবচের মেয়াদ ১০ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ১০ জুলাই তাঁদের তদন্তকারী অফিসারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।