Friday, May 17, 2024
HomeExclusiveAlipurduar | মেলেনি সরকারি স্বীকৃতি, বেসরকারি সম্মানেই খুশি লোকশিল্পী কান্দুরি

Alipurduar | মেলেনি সরকারি স্বীকৃতি, বেসরকারি সম্মানেই খুশি লোকশিল্পী কান্দুরি

তাই শুক্রবার নাচ, গান নিয়ে কাজ করা ওই সংস্থার প্রতিনিধিরা বাড়িতে এসে শিল্পীকে সম্মান জানান। শিল্পীর গানও শোনেন। সরকারিভাবে না পেলেও বেসরকারিভাবে এই সম্মান মেলায় শিল্পী ও পরিবারের লোকজন খুশি।

সুভাষ বর্মন, ফালাকাটা: ধারাবাহিকভাবে উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত খবরের জেরে এবার ফালাকাটার কালীপুরের শতায়ু লোকশিল্পী (Folk Artist) কান্দুরি বর্মনকে পলাশবাড়ির শিলবাড়িহাট ললিতকলা অ্যাকাডেমির তরফে স্মারক দিয়ে সম্মান জানানো হল৷ এই শিল্পী ও পরিজনদের অভিযোগ, এতদিনেও কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে কোনওরকমের স্বীকৃতি দেওয়া হয়নি। অথচ কান্দুরি বর্মনের গোটা জীবনটাই বিষহরা (পদ্মপুরাণ) গান নিয়ে। তাই শুক্রবার নাচ, গান নিয়ে কাজ করা ওই সংস্থার প্রতিনিধিরা বাড়িতে এসে শিল্পীকে সম্মান জানান। শিল্পীর গানও শোনেন। সরকারিভাবে না পেলেও বেসরকারিভাবে এই সম্মান মেলায় শিল্পী ও পরিবারের লোকজন খুশি।

এদিন সকালে পলাশবাড়ির ওই অ্যাকাডেমির প্রতিনিধি দিবাকর দত্ত, প্রণবকুমার সেন, অভিভাবক শ্যামল সরকার ও বিকাশ বর্মন শিল্পীর বাড়িতে আসেন। সবাই শিল্পীর পা ছুঁয়ে প্রণাম করেন। তারপর ওই অবস্থাতেই শিল্পীকে উত্তরীয় পরানো হয়। হাতে তুলে দেওয়া হয় স্মারক। এছাড়াও ফলমূল, মিষ্টির প্যাকেট দেওয়া হয়। দিবাকর দত্তের কথায়, ‘একশো বছরের কাছাকাছি বয়সের মানুষ আজকাল পাওয়া যায় না। তারপর এই বৃদ্ধা তো প্রতিভাবান লোকশিল্পী। তাই তাঁর পা ছুঁয়ে প্রণাম করি। তিনি আমাদের আবেদনে সাড়া দিয়ে বিষহরা গানও শোনান।’ এমন একজন শিল্পী সরকারিভাবে স্বীকৃতি বা সম্মান না পাওয়ায় পলাশবাড়ির ওই সংস্থার প্রতিনিধিরাও অবাক। প্রণবকুমার সেনের বক্তব্য, ‘আমাদের সংস্থায় শিশুদের নাচ, গান শেখানো হয়। তাই সংস্কৃতিচর্চার বিষয়টি আমরা বুঝি। এক্ষেত্রে লোকশিল্পকে যিনি এতদিন ধরে বাঁচিয়ে রেখেছেন তাঁর সরকারি সম্মান কেন জুটল না সেটাই প্রশ্ন।’ এমন সম্মান পেয়ে খুশি কান্দুরি বর্মন। তাঁর কথায়, ‘এতদিন কেউ খোঁজ করেনি। এখন রোজ কেউ না কেউ আসছেন। সরকারি সম্মান তো পাইনি। এদিন পলাশবাড়ির লোকজন এসে সম্মান জানানোয় ভালো লাগল।’ শিল্পীর ছেলে সুকারু বর্মনও ওই সংস্থার প্রতিনিধিদের সাধুবাদ জানিয়েছেন। সম্প্রতি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন কান্দুরি বর্মন। এখন অবশ্য কিছুটা সুস্থ। তিনি একসময় উত্তরবঙ্গের নানা প্রান্তে বিষহরা গান করে বেড়িয়েছেন। তাঁর গানের দলও ছিল। কিন্তু এখন শিল্পীর কেউ খোঁজ রাখে না। এমন খবর প্রকাশিত হতেই ফালাকাটার জনপ্রতিনিধিরা অবশ্য বাড়িতে এসে শিল্পীকে নানাভাবে সহযোগিতা করেন।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Ramayana | বাজেট ৮৩৫ কোটি, রণবীর-পল্লবীর রামায়ণকে নিয়ে বিশ্ব দরবারে পৌঁছতে চান নিতেশ

0
তপন বকসি, মুম্বই: রামায়ণ ছবির শুটিংয়ের জন্য আস্ত একটি অযোধ্যা বানানো হয়েছে মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে। সূত্রের খবর, পরিচালক নিতেশ তিওয়ারির এই ছবির সেট...

Air India | আকাশে ওড়ার আগেই বিপত্তি! ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা বিমানের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  আকাশে ওড়ার আগেই ঘটল বিপত্তি। লাগেজ বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলো বিমানের। ক্ষতিগ্রস্থ হল বিমানের সামনের ডানা এবং সামনের...

Sandeshkhali issue | সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাসকে জামিন দিল কলকাতা হাইকোর্ট

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali issue) বিজেপি নেত্রীর গ্রেপ্তারি মামলায় বড় ধাক্কা রাজ্য পুলিশের! পিয়ালি দাস (Piyali Das) ওরফে মাম্পিকে জামিন দিল কলকাতা...

Bihar | পরকীয়ার জের! পুলিশ হেপাজতে জামাইবাবু ও শ্যালিকার অস্বাভাবিক মৃত্যু

0
কিশনগঞ্জ: পরকীয়ার (Extramarital affair) জের! পুলিশ হেপাজতে মৃত্যু হল জামাইবাবু ও শ্যালিকার। বৃহস্পতিবার রাতে বিহারের (Bihar) আরারিয়া জেলার তারাবাড়ি থানার পুলিশ হেপাজতে তাঁদের মৃত্যু...

Patna School | নালা থেকে উদ্ধার ৩ বছরের শিশুর দেহ, পরিবারের তরফে আগুন লাগানো...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্কুলের ভেতর থেকে ৩ বছরের শিশুর মৃতদেহ ( 3 year old childs body) উদ্ধার হতেই রণক্ষেত্রের চেহারা নিল পাটনা (Patna)।...

Most Popular