মালদাঃ ফের নাবালিকাকে অপহরণের (Kidnapping) অভিযোগ ইংরেজবাজারে। এনিয়ে গত ২২ ফেব্রুয়ারি ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু ঘটনার সাতদিন অতিক্রান্ত হলেও নাবালিকার খোঁজ না পেয়ে পুলিশের ভূমিকা নিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিয়েছেন নাবালিকার পরিবারের লোকজন।
ওই নাবালিকার বাবা জানান, তাঁর মেয়ে (১৫) ইংরেজবাজারের একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে আত্মীয়ের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় তাঁর মেয়ে। সন্ধ্যা গড়িয়ে গেলেও মেয়ে বাড়ি ফিরে না আসায় খোঁজ শুরু করেন তাঁরা। পরে লোকমুখে শুনতে পান ওই এলাকারই এক যুবক তাঁর মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। গত ২২ ফেব্রুয়ারি তাঁরা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ঘটনার সাতদিন পরেও তাঁরা মেয়ের খোঁজ না মেলায় মানসিক অশান্তির মধ্যে রয়েছেন। পাশাপাশি নাবালিকা উদ্ধারে পুলিশের পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন তাঁরা।